Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Paradise

পানামার পর এ বার প্যারাডাইস, তালিকায় এলিজাবেথ, বচ্চন!

বিশ্বের ১০০টি সংবাদ সংস্থার যৌথ ওই তদন্তে উঠে এসেছে প্রায় ১ কোটি ৩৫ লক্ষ নথিপত্রের বিপুল ভাণ্ডার।

প্যারাডাইস কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে  রানি দ্বিতীয় এলিজাবেথ, অমিতাভ বচ্চন, জয়ন্ত সিন্‌হার।

প্যারাডাইস কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথ, অমিতাভ বচ্চন, জয়ন্ত সিন্‌হার।

সংবাদ সংস্থা
বার্লিন শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৭ ১২:৪৮
Share: Save:

পানামা কেলেঙ্কারির পর এ বার প্রকাশ্যে প্যারাডাইস পেপার্স দুর্নীতি। আয়কর ফাঁকি দিয়ে বিদেশে নামে ও বেনামে কোম্পানি খুলে কালো টাকা জমানোর অভিযোগ উঠল বিশ্বের তাবড়দের বিরুদ্ধে।

তালিকায় নাম রয়েছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য সচিবের। নাম রয়েছে মোদী সরকারের বিমান পরিবহন প্রতিমন্ত্রী জয়ন্ত সিন্‌হা, বিজেপি-র রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন সাংবাদিক আর কে সিংহ, বিজয় মাল্য থেকে শুরু করে কর্পোরেট লবিস্ট নীরা রাডিয়ার। রয়েছে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলত, কংগ্রেস নেতা সচিন পাইলটের নাম। পানামা কেলেঙ্কারির পর প্যারাডাইস কেলেঙ্কারিতে জড়ালেন মেগা স্টার অমিতাভ বচ্চনও।

মোদী সরকারের নোটবন্দির বর্ষপূর্তির ৪৮ ঘণ্টা আগে বিশ্বজোড়া আর্থিক কেলেঙ্কারির হদিশ দিয়েছে ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে)। বিশ্বের ১০০টি সংবাদ সংস্থার যৌথ ওই তদন্তে উঠে এসেছে প্রায় ১ কোটি ৩৫ লক্ষ নথিপত্রের বিপুল ভাণ্ডার।

আরও পড়ুন: গির্জায় গুলি টেক্সাসে, নিহত ২৭

সেই তদন্তে দেখা গিয়েছে, নামে-বেনামে ওই রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, শিল্পপতি, ফিল্ম স্টার -সহ সমাজের মান্যগণ্য ব্যক্তিরা বিদেশে কালো টাকা জমিয়ে চলেছেন। নামে ও বেনামে একের পর এক খুলে চলেছেন বেআইনি কোম্পানি। আর দিয়ে চলেছেন আয়কর ফাঁকি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, এই তালিকায় রয়েছে ১৮০টি দেশের নাম। তালিকায় রয়েছেন কম করে ৭১৪ জন বিশিষ্ট ভারতীয়। তালিকায় ভারত রয়েছে ১৯ নম্বরে।

রবিবার মধ্যরাতে ফাঁস হওয়া কেলেঙ্কারির তালিকায় অন্যতম দু’টি নাম— ব্রিটেনের রানি আর অন্য জন বিশ্বের সব থেকে শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প। বলা হয়েছে রানির সম্পত্তির প্রায় ১৩ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৪ হাজার ১৫৬ কোটি টাকা) বিদেশে লগ্নি করা রয়েছে। তীব্র চাপে পড়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ উইলবার রস। নয়ের দশকে ট্রাম্পকে দেউলিয়ার হাত থেকে রক্ষা করেছিলেন রস। কৃতজ্ঞতা স্বরূপ রসকে নিজের বাণিজ্য সচিবের পদ দিয়েছিলেন ট্রাম্প।

আরও পড়ুন: ‘ভুল করেই’ গুলি কেনিয়ার পুলিশের, জানালেন সুষমা

প্যারাডাইস পেপার্সের তথ্য বলছে, একটি জাহাজ কোম্পানি থেকে বিপুল পরিমান অর্থ লাভ করেছেন রস। ওই জাহাজ কোম্পানিটি আবার একটি রুশ তেল ও গ্যাস কোম্পানির শেয়ার হোল্ডার, যে সংস্থার সঙ্গে জড়িত রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জামাই। রুশ যোগ নিয়ে চাপে থাকা ট্রাম্পের উপর এই ঘটনা নিঃসন্দেহ চাপ আরও বাড়াবে।

আর এত কিছুর পর সমালোচকরা বলছেন, চাপ আগামী দিনে আরও বাড়তে চলেছে। কারণ, আরও চল্লিশটি রিপোর্ট প্রকাশের অপেক্ষায়৷

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE