Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ফের পথ খুলছে এভারেস্ট অভিযানের

এপ্রিলের ভূমিকম্পে তছনছ হয়ে যাওয়ার পরে ফের খুলছে এভারেস্ট আরোহণের পথ। নেপাল প্রশাসন সূত্রের খবর, এ বছর ভূমিকম্পের পরে আরোহণের জন্য আবেদন জানিয়েছিলেন বছর তেত্রিশের জাপানি অভিযাত্রী নোবোকাজু কুরিকি। পর্যটক মন্ত্রকের তরফে তাঁর আবেদন মঞ্জুর করা হয়েছে।

সংবাদ সংস্থা
কাঠমান্ডু শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ০২:৪৩
Share: Save:

এপ্রিলের ভূমিকম্পে তছনছ হয়ে যাওয়ার পরে ফের খুলছে এভারেস্ট আরোহণের পথ। নেপাল প্রশাসন সূত্রের খবর, এ বছর ভূমিকম্পের পরে আরোহণের জন্য আবেদন জানিয়েছিলেন বছর তেত্রিশের জাপানি অভিযাত্রী নোবোকাজু কুরিকি। পর্যটক মন্ত্রকের তরফে তাঁর আবেদন মঞ্জুর করা হয়েছে। অগস্টের ২৫ তারিখ নেপালের দিক থেকে সাউথ কল রুটে আরোহণ শুরু করবেন তিনি।

পর্যটনমন্ত্রী কৃপাসুর শেরপা বললেন, ‘‘বর্ষা-পরবর্তী আরোহণ মরসুমে ফের এভারেস্ট অভিযান শুরু করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। ওই জাপানি অভিযাত্রীকে সব রকম ভাবে সাহায্য করা হবে। সরকারের তরফে। তাঁর এই চেষ্টা আরোহী মহলে ইতিবাচক বার্তা বহন করবে।’’

নোবোকাজু কুরিকি এর আগেও চার বার এভারেস্ট অভিযান করেছেন, কিন্তু সফল হননি। পঞ্চম অভিযানের আগে জানালেন, গত দু’বছর ঘরে দুর্ঘটনা আছড়ে পড়েছে এভারেস্ট অভিযানে। এ বার যেন সফল অভিযানের হাত ধরে উঠে দাঁড়াতে পারে নেপাল পর্যটন।

২০১২ সালে এভারেস্ট অভিযানেই তুষার-কামড়ে ন’টা আঙুল খুইয়েছিলেন নোবোজাকু। তাতেও দমেননি। পরের তিন বছর টানা চেষ্টা চালিয়ে গিয়েছেন। এপ্রিলের ভূমিকম্প ফেরানোর পরেও দমেননি, বরং এই বছরেই ফের বুক বেঁধে পা বাড়াচ্ছেন এভারেস্টের পথে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE