অভিষেক বচ্চন। — ফাইল চিত্র।
স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনায় উত্তাল বলিউড। তার মাঝেই ক্ষমা চাওয়ার বার্তা দিলেন অভিষেক বচ্চন। বললেন, ‘‘যাঁদের এত দিন দুঃখ দিয়েছি, তাঁদের কাছে এ বার ক্ষমা চাইতে হবে।’’ তবে অভিষেকের এই বক্তব্য পর্দায় ধরা পড়েছে।
মঙ্গলবার মুক্তি পেয়েছে অভিষেকের নতুন ছবি ‘আই ওয়ান্ট টু টক’-এর ঝলক। সেখানে অভিনেতাকে দেখা বোঝা যাচ্ছে, তিনি কোনও দুরারোগ্য রোগে আক্রান্ত। ছবির ঝলক দেখে দর্শকের একাংশ অনুমান করেছেন, ছবিতে অভিষেক ক্যানসারে আক্রান্ত হয়ে থাকতে পারেন। একটি লুকে অভিনেতা প্রায় মুণ্ডিতমস্তক। মাঝেমধ্যেই তাকে হাসপাতালে যেতে হয়। সূত্র হিসাবে দেখা যাচ্ছে অভিনেতার গলায় বিশেষ ব্যান্ডেজ। সঙ্গে চিকিৎসকের একাধিক বার সুস্থ জীবনের পরামর্শ।
এরই সঙ্গে কাহিনিতে রয়েছে একাকী অভিভাবকের ইঙ্গিত। ঝলক থেকে বোঝা যায়, অভিষেক কোনও বাঙালি চরিত্রে অভিনয় করেছেন। পরিচালক সুজিত সরকার। তাই অভিষেককে বাঙালি চরিত্রে দেখে খুশি অনুরাগীদের একাংশ। ঝলকে দেখা যাচ্ছে, চিকিৎসকের পরামর্শে থেরাপি করাচ্ছেন নায়ক। তিনি কথা বলার চেষ্টা করছেন। এই ছবিতে যে পরিচালক যে আবেগ এবং অনুভূতির জাল বুনেছেন, তা স্পষ্ট।
অনেকেই এই ছবির সঙ্গে সুজিতের ‘অক্টোবর’ ছবিটিরও তুলনা টেনেছেন। তবে তাঁর মতো পরিচালক যে প্রত্যেক বার নতুন কিছু উপহার দেবেন, তা আশা করাই যায়। অভিষেক শক্তিশালী অভিনেতা। এই ছবিতে তিনি অনুরাগীদের মন জয় করে নিতে পারেন কি না, দেখা যাক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy