Chhath Puja 2024 know the exact date and shubh Muhurat for this puja from an expert dgtl
Chhath Puja Date and Time
এই বছর কবে পড়ছে ছটপুজো? দিনের কোন সময় পুজো করতে পারবেন? জানুন সঠিক তিথি
যদিও ছটপূজা দেশব্যাপী উদ্যাপিত হয়, কিন্তু বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের কয়েকটি অংশে এর বিশেষ গুরুত্ব রয়েছে।
আনন্দ উৎসব ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১২:২৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
দেশ জুড়ে দীপাবলির রেশ এখনও কাটেনি। তারই মধ্যে পরবর্তী উৎসবের প্রস্তুতি শুরু। ছট মহাপর্বের জন্য তোড়জোড় শুরু দেশে।
০২০৮
যদিও ছটপূজা দেশব্যাপী উদ্যাপিত হয়, কিন্তু বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের কয়েকটি অংশে এর বিশেষ গুরুত্ব রয়েছে।
০৩০৮
এই চারদিনের উৎসব যতই ঘনিয়ে আসছে, ছট পূজার তারিখ নিয়ে অনেকেই কৌতূহলী হয়ে উঠেছেন। জ্যোতিষী এবং বাস্তু বিশেষজ্ঞ রাকেশ চতুর্বেদী এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, কার্তিক মাসে শুক্লপক্ষের চতুর্থী থেকে সপ্তমী তিথি পর্যন্ত ছট উৎসব পালিত হয়।
০৪০৮
মহাপর্ব শুরু হয় নাহাই-খাইয়ের আচারের মাধ্যমে, এরপর দ্বিতীয় দিনে খরনা। তৃতীয় দিনে ভক্তরা নদীতে দাঁড়িয়ে সূর্যাস্তের সময় সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন। চতুর্থ দিনে তাঁরা আবার উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে।
০৫০৮
কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সন্ধ্যায় অর্ঘ্য দেওয়া হয়। আর সপ্তমী তিথিতে সকালে অর্ঘ্য দেওয়া হয়, উৎসবের সমাপ্তি উপলক্ষে। এই সময়ে ভক্তদর মধ্যে কেউ কেউ ৩৬ ঘণ্টা নির্জলা উপবাস করে।
০৬০৮
পৌরাণিক বিশ্বাস অনুসারে, ছঠি মাইয়া পূজা ভক্তদের স্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি এবং সন্তানের মঙ্গলকামনার উদ্দেশ্যে হয়ে থাকে।
০৭০৮
ছট পূজার মুহূর্ত- কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি শুরু হবে ৭ নভেম্বর দুপুর ১২টা ৪১ মিনিটে। এটি ৮ নভেম্বর দুপুর ১২:৩৪-এ শেষ হবে। অতএব, ৭ নভেম্বর সন্ধ্যায় অর্ঘ্য দেওয়া হবে, এবং সকালের অর্ঘ্য দেওয়া হবে ৮ নভেম্বর।
০৮০৮
পৌরাণিক বিশ্বাস অনুসারে, ছঠি মাইয়া পূজা ভক্তদের স্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি এবং সন্তানের আশীর্বাদ করে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।