প্রতীকি ছবি। ছবি: শাটারস্টক
মিশরের দক্ষিণ কায়রোর মিনইয়া অঞ্চল থেকে ৪০ টিরও বেশি মমি উদ্ধার করলেন মিশরীয় প্রত্নতাত্ত্বিকেরা। মূলত মিনইয়া বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগই এই খননকাজের দায়িত্বে ছিল। ধারণা করা হচ্ছে, মমিগুলি খ্রিস্টপূর্ব ৩০ থেকে ৩২৩ সালের টোলেমেইক আমলের। অর্থাৎ মমিগুলি প্রায় ২৩০০ বছরের পুরনো। এগুলির মধ্যে ১২টি শিশুর মমি রয়েছে। রয়েছে ৬টি পশুর মমিও। বাকি মমি গুলি পূর্ণ বয়স্ক মানুষদের বলে জানানো হয়েছে।
মমিগুলির খোঁজ মিলেছে মিশরের রাজধানী শহর কায়রোর কাছে মিনইয়ার তুনা এল-গেবেল অঞ্চলে। মমিগুলির কয়েকটি মোড়ানো ছিল লিনেন জাতীয় কাপড় দিয়ে। কয়েকটি মমি রাখা ছিল পাথর ও কাঠের কফিনে।
যদিও মিশরের পুরাতত্ত্ব বিভাগের সেক্রেটারি মুস্তাফা ওয়াজিরি জানিয়েছেন যে, “এই মমিগুলির পরিচয় এখনও জানা যায়নি। উদ্ধার করা সম্ভব হয়নি হায়ারোগ্লিফিকসে লেখা নামগুলি। তবে যে ভাবে মমি গুলি প্রস্তুত করা হয়েছে, তা থেকে ধারণা করা যায় যে এগুলি অভিজাত কোনও ব্যক্তিদেরই মমি।”
বিজ্ঞানী ও প্রত্নতাত্বিকেরা মনে করছেন, এগুলি নতুন তথ্য এবং ইতিহাস উদ্ধারে সহায়ক হবে।
আরও পড়ুন: নাচের আসরে হুইলচেয়ার বন্দি বর উঠে দাঁড়ালেন এ ভাবে...
আরও পড়ুন: নর্দমা খুঁড়তেই বেরিয়ে এল তিন হাজার বছরের পুরনো সোনার ব্রেসলেট
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy