বাকরুদ্ধ। পরিজনের কফিনের সামনে আফগান শিশু। ঘোরের ফিরোজ কোহ-তে। ছবি: এপি।
অপহরণ করে ৩০ জন গ্রামবাসীকে খুন করা হল আফগানিস্তানের ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহ-এ। নিহতদের মধ্যে রয়েছে শিশুও। হামলার দায় আইএস না নিলেও সন্দেহের তির তাদের দিকেই। ঘোরের গভর্নর নাসির খাজেহ জানিয়েছেন, প্রতিহিংসা মেটাতেই এই গণহত্যা। মঙ্গলবার আফগান নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে দুই জঙ্গি কম্যান্ডারের। আর তার পরেই রাতের দিকে এই হামলা। সিরিয়া ইরাকের পাশাপাশি আফগানিস্তানেও আইএস নিজেদের প্রাধান্য আস্তে আস্তে কায়েম করছে। আর এর ফলে উদ্বেগ বাড়ছে আফগান প্রশাসনের।
ঘোরের জঙ্গি হামলার সঙ্গে কোনও রকম যোগসাজশ অস্বীকার করেছে তালিবান। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আব্দুল হাই খাতেবি বলেন, ‘‘ঘোরে হামলাকারীরা প্রাক্তন তালিবান। গত বছরেই তারা আইএসে যোগদান করে।’’
নিহতদের বেশির ভাগ দরিদ্র পরিবারের। অধিকাংশই মেষপালক। আজ নিহতদের পরিবারের লোকজন ফিরোজকোহতে গভর্নরের দফতরের বাইরে একটি বিক্ষোভ মিছিল বার করে। মিছিলে যোগ দেয় ঘোরের সাধারণ মানুষও। গভর্নরের দফতর লক্ষ করে পাথর ছোড়া হয়। পরে স্থানীয় নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এ দিন শারানের রাজধানীর একটি বাজার এলাকায় বোমা ফেটে আহত হন ১৭ জন। যার মধ্যে দু’টি শিশুও ছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy