—ফাইল চিত্র।
দেশে-বিদেশে সাড়া জাগানোর পরে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল ‘কন্যাশ্রী’। রাজ্য সরকারের আরও দু’টি প্রকল্প আন্তর্জাতিক পুরস্কার পেল। ‘উৎকর্ষ বাংলা’ এবং ‘সবুজ সাথী’ প্রকল্প দু’টি রাষ্ট্রপুঞ্জের অধীনে ‘ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফর্মেশন সোসাইটি’ পুরস্কার পেয়েছে। ফেসবুক অ্যাকাউন্টে এই খবর দিয়ে সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আন্তর্জাতিক স্তরে ১০৬২টি মনোনয়ন এবং ১৮টি বিভাগে এই প্রতিযোগিতা হয়েছে। ক্ষমতায়ন বিভাগে সর্বোচ্চ সম্মান পেয়েছে উৎকর্ষ বাংলা। বেকার যুবক-যুবতীদের বাস্তবসম্মত কারিগরি প্রশিক্ষণ দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সূচনা হয় উৎকর্ষ বাংলার। প্রশাসনিক কর্তারা জানান, এই প্রকল্পে ১৮ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতি বছর রাজ্যের ছ’লক্ষ যুবক-যুবতীকে প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্যমাত্রা স্থির করেছে রাজ্য সরকার। সাড়ে তিন লক্ষেরও বেশি বেকারের প্রশিক্ষণ চলছে। স্বল্প সময়ের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় নিখরচায়। যাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁদের প্রত্যেককে যাতায়াত এবং খাওয়ার খরচ বাবদ দৈনিক ৫০ টাকা দেওয়া হয়। যে-সব কাজের চাহিদা রয়েছে, একমাত্র সেগুলির প্রশিক্ষণই দেওয়া হয় এই প্রকল্পে।
কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু বৃহস্পতিবার বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সার্থক রূপ পেল। এই প্রকল্পটি বেকারত্ব দূর করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর মাধ্যম।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
সুবজ সাথী প্রকল্পটি ‘আইসিটি অ্যাপ্লিকেশন, ই-গভর্নমেন্ট’ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে। এই প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য সাইকেল দেয় রাজ্য সরকার। সরকারি হিসেবে এখনও পর্যন্ত এক কোটি পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy