ইনদওরের রাস্তায় রঙ্গোলি আঁকার সময়ে গাড়ির ধাক্কা দু’জনকে। ছবি: সংগৃহীত।
দীপাবলি আসছে। তার আগে ঘরে ঘরে রঙ্গোলি আঁকা, আলো দিয়ে সাজানোর ধুম পড়েছে। কিন্তু সেই উৎসবের মরশুমেই দুর্ঘটনা। বাড়ির বাইরে রাস্তায় রঙ্গোলি আঁকার সময়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম হলেন দুই মহিলা। তাঁদের মধ্যে এক জন কিশোরী। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
ঘটনাটি মধ্যপ্রদেশের ইনদওরের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার নিজেদের বাড়ির বাইরে রাস্তায় দীপাবলি উপলক্ষে রঙ্গোলি আঁকছিলেন দু’জন। ১৪ বছরের কিশোরীর সঙ্গে ছিলেন ২১ বছরের তরুণীও। অভিযোগ, আচমকা সেই রাস্তায় ঢুকে পড়ে একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে তা দু’জনকে ধাক্কা মারে। সামনে রাখা দু’টি মোটরসাইকেলেও ধাক্কা মারে গাড়িটি। তার পর পথচারী এক মহিলার প্রায় গায়ের উপর উঠে পড়ে। কোনও রকমে সরে গিয়ে প্রাণ বাঁচান ওই মহিলা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজেও গোটা ঘটনাটি ধরা পড়ে। পরে যা সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
অভিযোগ, এক নাবালক ওই গাড়িটি চালাচ্ছিল। ১৭ বছরের ওই কিশোর ঘটনার পর গাড়ি ফেলেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। তাকে পরে আটক করা হয়েছে। মঙ্গলবার সে কথা জানিয়েছে ইনদওরের পুলিশ।
দুর্ঘটনার পর জখম দু’জনকে উদ্ধার করে এলাকার বাসিন্দারাই হাসপাতালে নিয়ে যান। তাঁরা দু’জনেই চিকিৎসাধীন। তবে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর হাসপাতাল সূত্রে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy