রেশন দোকানের সামনে উত্তেজিত জনতা। —নিজস্ব চিত্র।
প্রতি সপ্তাহে রেশনের জিনিস পাওয়া দস্তুর। কিন্তু তিন মাস ধরে কেউ রেশনের জিনিস পাননি। এমনই অভিযোগকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ময়নাগোদিতে এক রেশন ডিলারের দোকানে চড়াও হলেন প্রায় আড়াই হাজার মানুষ। অভিযোগ, উপভোক্তাদের টিপসই সময় মতো নিয়ে নেন সুমন ভদ্র নামে ওই রেশন ডিলার। চালানও দেন। কিন্তু রেশনের জিনিস আর হাতে পান না উপভোক্তারা। তাই মঙ্গলবার রাতে গ্রামবাসীরা চড়াও হয়েছিলেন সুমনের রেশন দোকানে। বিক্ষোভের মাঝে ভয়ে দোকান ছেড়ে পালিয়ে যান ওই রেশন ডিলার। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, ঘটনাস্থলে যেতে হয় পুলিশবাহিনীকে। রেশন দোকানে যান স্থানীয় জনপ্রতিনিধি। তার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শাহানুর রহমান নামে এক উপভোক্তার অভিযোগ, ‘‘সবার আঙুলের টিপসই নিয়ে কাগজ দিয়েও রেশনের সামগ্রী দিতে অস্বীকার করেন রেশন ডিলার। এই ভাবে তিন মাস চলছে। কোথায় যাচ্ছে ওই রেশনের জিনিস? মঙ্গলবার রেশনের জিনিসপত্র আসার খবর পেয়ে আমরা সবাই দোকানে এসেছি। কিন্তু রেশন ডিলার কোনও জবাব দিতে পারছেন না।’’
মঙ্গলবার রাতে ওই গন্ডগোলের খবর কানে যেতেই পাশের পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েত থেকে বারাসত-১ ব্লকের সভাপতি হালিমা বিবি-সহ তৃণমূলের কর্মীরা ঘটনাস্থলে যান। হালিমার দাবি, ‘‘দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ওই রেশন ডিলার। তার ফলেই হয়তো রেশন সামগ্রী পেতে অসুবিধার মুখে পড়তে হয়েছে উপভোক্তাদের।’’ অন্য দিকে, উপভোক্তারা জানাচ্ছেন, তাঁরা ওই রেশন ডিলারের বিরুদ্ধে খাদ্য দফতরেও অভিযোগ করেছেন। হালিমা জানিয়েছেন, বার বার রেশন ডিলারকে জানানো হয়েছিল রেশনের জিনিস উপভোক্তাদের হাতে তুলে দিতে। কিন্তু কাজে গাফিলতির জন্য বিক্ষোভের মুখে পড়েছেন। রেশন ডিলার সুমন দোকান ছেড়ে পালিয়ে যাওয়ায় দত্তপুকুর থানার পুলিশ গিয়ে উপভোক্তাদের হাতে রেশন সামগ্রী ভাগ করে দেন বলে স্থানীয় সূত্রে খবর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy