Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Fire Accident in Badu

বারাসতের তেল কারখানায় আগুন! ঝলসে গেলেন বেশ কয়েক জন, এক কর্মীকে মৃত বলে ঘোষণা

উত্তর ২৪ পরগনার বারাসতের বাদুবাজার কাঞ্চনতলার একটি তেলের কারখানায় অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বারাসত হাসপাতালে।

আগুনের গ্রাসে কারখানা।

আগুনের গ্রাসে কারখানা। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বারাসত শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৪:৩৬
Share: Save:

উত্তর ২৪ পরগনার বারাসতের বাদুবাজার কাঞ্চনতলা এলাকায় অগ্নিকাণ্ড। একটি তেলের কারখানায় আগুন লাগার ঘটনায় বেশ কয়েক জন জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েক জনকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। যদিও কী ভাবে আগুন লাগল এবং ঠিক কত জন জখম হয়েছেন, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে গিয়েছে দমকল বাহিনী। স্থানীয়দের সঙ্গে যৌথ ভাবে আগুন নেভানোর চেষ্টা চলছে। আশঙ্কা করা হচ্ছে, কারখানার ভিতরে বেশ কয়েক জন আটকে রয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে আচমকা আগুন লাগে বারাসতের একটি তেলের কারখানায়। প্রাথমিক ভাবে কারখানার কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি তাঁরা। খবর যায় দমকল বাহিনীর কাছে। রাসায়নিক-সহ অন্যান্য দাহ্য বস্তু থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে প্রায় গোটা কারখানায়। অনেক দূর থেকে কালো ধোঁয়া দেখতে পান পথচলতি মানুষেরা।

দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে। আগুন নেভানোর কাজ শুরুর প্রায় সঙ্গে সঙ্গে এক জন দগ্ধ অবস্থায় উদ্ধার করেন দমকলকর্মীরা। এক জনকে আগুনের মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বেশ কয়েক জন কর্মী ঝলসে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে তৎপরতার সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে। কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, খোঁজ চালানো হচ্ছে।

শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, এক কর্মীকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। মৃতের নাম বিশ্বজিৎ দাস। উত্তর ২৪ পরগনার বনগাঁর বাসিন্দা তিনি। বারাসত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, ‘‘এক জনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। জয়দেব কর্মকার এবং শ্যাম আলি নামে দু’জনকে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।’’

অন্য বিষয়গুলি:

Fire Barasat Oil Factory
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE