মোলাকাত: দিল্লি থেকে ফিরেই বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে বিরোধী দলনেতা আব্দুল মান্নান। রবিবার। ছবি: সুদীপ্ত ভৌমিক
বিভিন্ন মামলায় রাজ্য সরকার তথা শাসক দলকে নাস্তানাবুদ করে দেওয়া আইনজীবী বিকাশ ভট্টাচার্যের উপরে হামলার প্রতিবাদে বড়সড় কর্মসূচি নিচ্ছে ‘সেভ ডেমোক্র্যাসি’ মঞ্চ। বিরোধী দলনেতা আব্দুল মান্নান দিল্লি থেকে ফিরে রবিবার বিকাশবাবুর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। আগের দিনের হামলার তীব্র নিন্দা করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু থেকে পি়ডিএসের রাজ্য সম্পাদক সমীর পূততুণ্ড। ‘সেভ ডেমোক্র্যাসি’র তরফে আজ, সোমবার থেকেই প্রতিবাদ কর্মসূচি শুরু হচ্ছে।
হামলার ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকেই। যদিও শাসক দলের হুগলি জেলা নেতৃত্বের দাবি, গোঘাটের ‘শহিদ’ পরিবারের লোকজন সিপিএমের প্রতি বিদ্বেষবশত বিক্ষোভ দেখিয়েছেন। বিকাশবাবুর সঙ্গে জুটি বেঁধেই একের পর এক আইনি লড়াই লড়েছেন মান্নান। দু’জনের আলোচনায় এ দিন ঠিক হয়েছে, ভয়-ভীতির সামনে মাথা নত করে লড়াই থেকে তাঁরা সরবেন না। চুঁচুড়ায় আইনজীবীদের নিয়ে আজ প্রতিবাদ সভা হবে। তার পরে অ্যাকাডেমি চত্বরে হবে বিশিষ্টদের নিয়ে সভা। প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় কলকাতায় ফিরলে রাজ্য স্তরে বড় কর্মসূচি চূড়ান্ত করবে ‘সেভ ডেমোক্র্যাসি’। বিরোধীদের তরফে প্রশ্ন তোলা হচ্ছে, ১৯৯০ সালে হাজরা মোড়ে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলায় সিপিএম অভিযুক্ত হলেও সে দিনই ঘটনার নিন্দা করেছিলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। আইনজীবী বিকাশবাবুকে নিগ্রহের নিন্দায় মুখ্যমন্ত্রী মমতার বিবৃতি নেই কেন?
আরও পড়ুন: মুলায়মের পর এ বার সরব শিবপাল, ফের মেঘ ঘনাচ্ছে সপা-য়
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy