ফেব্রুয়ারি মাসের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে বিদায় নেবে শীত। তবে তার আগে শেষ বারের মতো ঠান্ডা জাঁকিয়ে বসতে চাইছে। শুক্রবারের পর শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ রয়েছে। জেলায় জেলায় তাপমাত্রা অনেকটা কমেছে। পুরুলিয়ায় পারদ নেমে গিয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াসে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এক ধাক্কায় ছ’ডিগ্রি পারদ নেমেছে। শনিবারও তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরেই রয়েছে। এ ছাড়া, বীরভূমের শ্রীনিকেতনে ১২.৪ ডিগ্রি, পানাগড়ে ১২.৩ ডিগ্রি, আসানসোলে ১২.২ ডিগ্রি, কল্যাণীতে ১২.৮ ডিগ্রি, ঝাড়গ্রামে ১৩ ডিগ্রি, বহরমপুরে ১৩.২ ডিগ্রি, কৃষ্ণনগর এবং বর্ধমানে ১৪ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।
আরও পড়ুন:
আগামী সপ্তাহে কলকাতা এবং সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি শুরু হতে পারে বুধবার থেকে। কলকাতা ছাড়াও তালিকায় রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার এবং শুক্রবার।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার, ১৭ ফেব্রুয়ারি থেকে নতুন পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। এ ছাড়া অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। রবিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা রয়েছে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে।
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিঙের জন্য। উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড় কোনও হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তার পরের দু’দিনে আবার পারদ হবে ঊর্ধ্বমুখী। দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।