জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ২০২৫। ট্রফি জয়ের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে ১০টি দল। বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিংহ ধোনি, নাকি অন্য কেউ, কার মাথায় উঠবে এ বার চ্যাম্পিয়নের মুকুট? কোন খেলোয়াড়ের ব্যাটে আসবে সবচেয়ে বেশি রান? সর্বাধিক উইকেট নেবেন কে? এ সব প্রশ্নে সরগরম দেশের ক্রিকেটদুনিয়া।
ফি-বছর আইপিএল থেকে বিপুল অর্থ রোজগার করে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলের নিয়ন্ত্রণকারী ফ্র্যাঞ্চাইজ়িগুলির পকেটেও আসে মোটা টাকা। কোনও দল পর পর ম্যাচ হারলেও তেমন প্রভাব পড়ে না মুনাফার অঙ্কে। ফলে স্বভাবতই প্রশ্ন ওঠে, আইপিএল থেকে কী ভাবে অর্থ উপার্জন করে তারা? এ ক্ষেত্রে বোর্ডের হিসাবটাই বা কী?