মুর্শিদাবাদ থেকে অন্ধ্রপ্রদেশ নিয়ে যাওয়ার পথে পুলিশি হেফাজত থেকে চম্পট দিল মাদক আইনে গ্রেফতার হওয়া এক অভিযুক্ত। বুধবার সকালে, শালিমার স্টেশনের ঘটনা। মঙ্গলবার মুর্শিদাবাদের বেলডাঙা থেকে চইরুদ্দিন শেখ (৩৭) নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছিল অন্ধ্রপ্রদেশ পুলিশ। তাকে ট্রানজ়িট রিমান্ডে নিয়ে যাওয়ার
জন্য এ দিন সকালে শালিমার স্টেশনে এসে পৌঁছয় অন্ধ্রপ্রদেশ পুলিশের চার জনের একটি দল। ট্রেনে ওঠার আগে চইরুদ্দিনকে নিয়ে যাওয়া হয় স্টেশনের প্রথম শ্রেণির শৌচালয়ে। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও অভিযুক্তকে বেরোতে না দেখে পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢোকে। তখনই দেখা যায়, শৌচাগারে ওই অভিযুক্ত নেই। প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, শৌচাগারের জানলা দিয়ে পালিয়ে গিয়েছে চইরুদ্দিন। এর পরেই শালিমার রেল পুলিশের সহযোগিতায় স্টেশন চত্বরে চিরুনি তল্লাশি শুরু হয়। কিন্তু অভিযুক্তের সন্ধান
মেলেনি। তাকে খুঁজতে ফের বেলডাঙার উদ্দেশে রওনা দিয়েছে অন্ধ্র পুলিশ।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)