বেশির ভাগ দিনই নির্দিষ্ট সময়ের আগে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। মাসের বেশ কিছুদিন স্কুলে মিড-ডে মিল রান্না হয় না। এই ধরনের অভিযোগ পেয়ে আগেই সরজমিনে কাশীপুরের মহুলকোকা প্রাথমিক স্কুলে পরিদর্শনে গিয়েছিলেন শিক্ষা দফতরের আধিকারিক ও পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ।
পরিদর্শনে অভিযোগের সারবত্তা মিলেছে। সহকারী স্কুল পরিদর্শক রামকৃষ্ণ সাঁতরা সোমবার জানান, কাশীপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা বিষয়ক স্থায়ী সমিতির সভায় কর্তব্যে গাফিলতির জন্য ওই স্কুলের টিচার-ইন-চার্জকে শো-কজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহুলকোকা প্রাথমিক স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে পঞ্চায়েত সমিতিতে বেশ কয়েকবার অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা। গত শুক্রবার স্কুলে তদন্তে গিয়েছিলেন শিক্ষা দফতরের আধিকারিক ও সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কমল বাউরি। পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘‘তদন্ত রিপোর্টে শিক্ষকদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির কথা বলা হয়েছে। এ দিন স্থায়ী সমিতির সভায় তাই টিচার-ইন-চার্জকে শো-কজ করা সিদ্ধান্ত নিয়েছেন সমিতির সদস্যরা।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy