Advertisement
০৮ নভেম্বর ২০২৪

গণইস্তফা ১৮০ শ্রমিকের

কাজে গাফিলতির অভিযোগে পাণ্ডবেশ্বরের শোনপুরবাজারি প্রকল্পে কয়লা কাটার সঙ্গে যুক্ত এক বেসরকারি ঠিকাদার সংস্থা ১৭ জনকে কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল। তাঁদের শাস্তি মুকুবের দাবিতে শুক্রবার সকাল থেকে ওই সংস্থার মোট ১৮০ জন কর্মী গণইস্তফা দিয়ে দিনভর কাজ বন্ধ রাখলেন।

নিজস্ব সংবাদদাতা
পাণ্ডবেশ্বর শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০০:৩৭
Share: Save:

কাজে গাফিলতির অভিযোগে পাণ্ডবেশ্বরের শোনপুরবাজারি প্রকল্পে কয়লা কাটার সঙ্গে যুক্ত এক বেসরকারি ঠিকাদার সংস্থা ১৭ জনকে কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল। তাঁদের শাস্তি মুকুবের দাবিতে শুক্রবার সকাল থেকে ওই সংস্থার মোট ১৮০ জন কর্মী গণইস্তফা দিয়ে দিনভর কাজ বন্ধ রাখলেন। ওই সংস্থার তরফে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার সংস্থার মেকানিক্যাল ইনচার্জ বাসকি রায় ওই ১৭ জনকে কাজে ফাঁকি দিতে দেখেন। ওই কর্মীরা বাসকিবাবুর সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ। তারপরেই ওই ১৭ জনকে সাসপেন্ড করা হয়। যদিও কর্মীদের তরফে ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে। অন্যদিকে তৃণমূল প্রভাবিক শ্রমিক সংগঠন কেকেএসসি-র তরফে ওই ঠিকাদার সংস্থার কাছে নূ্যনতম সরকারি বেতন, আই কার্ড, ইপিএফ-এর দাবিতে স্মারকলিপিও দেওয়া হয়। ঠিকাদার সংস্থার তরফে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

অস্বাভাবিক মৃত্যু। শ্বশুরবাড়ি ঘুরতে এসে অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানায়, মৃতের নাম শ্যাম রেওয়ানি (৪২)। শুক্রবার সকালে বীরভূমের দুবরাজপুরের একটি পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। পরিবারের লোকেরা জানিয়েছেন, আসানসোলের ঊষাগ্রামের বাসিন্দা, পেশায় রিকশা চালক শ্যাম দুবরাজপুরে শ্বশুরবাড়িতে এসেছিলেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE