Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪

চলন্ত ট্রাকে লাগল আগুন, রক্ষা

চলন্ত অবস্থায় আগুন লাগল একটি সিমেন্ট বোঝাই ট্রাকে। পুলিশ এবং পথচলতি অন্য গাড়ির যাত্রীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ট্রাকের চালক এবং খালাসি। তবে ট্রাকটি পুড়ে গিয়েছে।

আগুন নেভানোর চেষ্টা দমকল কর্মীদের। রবিবার রাতে চাকড়া গ্রামের কাছে তোলা নিজস্ব চিত্র।

আগুন নেভানোর চেষ্টা দমকল কর্মীদের। রবিবার রাতে চাকড়া গ্রামের কাছে তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ১০ মে ২০১৬ ০২:০৭
Share: Save:

চলন্ত অবস্থায় আগুন লাগল একটি সিমেন্ট বোঝাই ট্রাকে। পুলিশ এবং পথচলতি অন্য গাড়ির যাত্রীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ট্রাকের চালক এবং খালাসি। তবে ট্রাকটি পুড়ে গিয়েছে।

রবিবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ পুরুলিয়া-বোকারো (৩২ নম্বর) জাতীয় সড়কে পুরুলিয়া মফস্সল থানা এলাকার চাকড়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিমেন্ট বোঝাই ট্রাকটি ঝাড়খণ্ডের বোকারো থেকে পুরুলিয়া ছুঁয়ে চক্রধরপুর যাচ্ছিল। রাস্তার উল্টো দিক থেকে আসা অন্য একটি গাড়ির যাত্রীদের হঠাৎ চোখে পড়ে, ট্রাকটির নীচে আগুন জ্বলছে। চালক বা খালাসি তখনও আগুন লাগার বিষয়টি টের পাননি। ফাঁকা রাস্তায় বেশ জোরেই গাড়ি চালাচ্ছিলেন চালক। টহলরত পুলিশেরও আগুন চোখে পড়ে। ট্রাকটির পিছু ধাওয়া করে থামান পুলিশকর্মীরা। চালক এবং খালাসিকে বার করে আনা হয়।

কাছাকাছি এলাকা থেকে জল জোগাড় করে পুলিশকর্মীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করে দেন। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে গাড়ির ইঞ্জিনে। খবর পেয়ে পুরুলিয়া থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে প্রায় ঘণ্টা খানেক জাতীয় সড়কে যান চলাচল বিপর্যস্ত হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire running truck
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE