বলরামপুর, শালতোড়া, বাঘমুণ্ডি, করণদিঘি, কান্দি, ফাঁসিদেওয়া, মহম্মদবাজার-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ১৩টি নতুন স্কুল গড়া হবে। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে বলে জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পরিকাঠামোর দিক থেকে উন্নত এই সব স্কুলকে মডেল বা আদর্শ স্কুল হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষাকর্মী মিলিয়ে ৩৫০টি পদের অনুমোদন দেওয়া হয়েছে। তবে স্কুলগুলি তৈরি করতে কত টাকা খরচ হবে, কত দিনের মধ্যে স্কুল তৈরি হয়ে ক্লাস শুরু হবে, মন্ত্রী তা জানাননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy