জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে মন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র
হেলিকপ্টারে উড়ে এসেছিলেন সরকারি অনুষ্ঠানে যোগ দিতে। তবে নদিয়া এবং মুর্শিদাবাদের দু’টি দলীয় কর্মসূচিতেও যোগ দিলেন তিনি। ফিতে কাটলেন জগদ্ধাত্রী পুজোর। আর তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তিনি রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার, হাওড়ার ডুমুরজলা থেকে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টারে বহরমপুর এসেছিলেন পরিবহণ মন্ত্রী। সেখানে দু’টি দলীয় কর্মসূচিতেও যোগ দেন তিনি। শুভেন্দু বলছেন, ‘‘বহরমপুরে ভাগীরথী দুগ্ধ সমবায়ের অনুষ্ঠানে এসেছিলাম, কাজেই এটা আমার সরকারি সফর। তাই হেলিকপ্টারের খরচ দেবে রাজ্য সরকার।’’ এ প্রসঙ্গে বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তীর কটাক্ষ, ‘‘যে দেউলিয়া সরকার কর্মচারীদের ডিএ দিতে পারে না, সেই সরকারের মন্ত্রীর এ ভাবে সরকারি অর্থ অপচয় মানায় না।’’ বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেন, ‘‘এটাই তৃণমূলের সংস্কৃতি। এঁরা কথায় কথায় জনগণের অর্থ অপচয় করেন, আবার প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তোলেন।’’
শুভেন্দু পরে জানান, সকালে পূর্ব মেদিনীপুরে সমবায় সপ্তাহ উদ্যাপনের অনুষ্ঠান, পরে পরিবহণ দফতরের গুরুত্বপুর্ণ কাজে কলকাতা, সেখান থেকে বহরমপুরে সরকারি অনুষ্ঠানে এসেছেন তিনি। কিন্তু দলীয় কর্মসূচিতে যোগ দিলেন কেন? মন্ত্রীর উত্তর, ‘‘প্রয়াত মান্নান হোসেনের স্মরণসভায় যোগ দেওয়াটা জরুরি ছিল।’’ মুর্শিদাবাদের জেলাশাসক পি উলাগানাথনও বলেন, ‘‘মন্ত্রী সমবায় দফতরের সরকারি অনুষ্ঠানেই যোগ দিতে এসেছিলেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy