হাজির: আলিপুরদুয়ারে বিনোদ। বুধবার। ছবি: নারায়ণ দে
নন্দিনী কৃষ্ণনের দায়ের করা মামলাতেও আদালত থেকে জামিন পেলেন বিনোদ সরকার।
৮ জানুয়ারি ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করেছিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন জেলাশাসক নিখিল নির্মলের স্ত্রী নন্দিনী। তাঁর অভিযোগ ছিল, ৩ জানুয়ারি ডুয়ার্স উৎসবে তাঁর এক বান্ধবীকে বিনোদ উত্যক্ত করেন। প্রতিবাদ করলে তাঁকেও বিনোদ শারীরিক ভাবে হেনস্থা করেন বলে অভিযোগ করেন নন্দিনী। এ দিন বুধবার সেই মামলায় আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বিনোদ আত্মসর্মপণ করেন। সরকারি আইনজীবীর দাবি, সবই জামিনযোগ্য ধারা ছিল, সে কারণে বিচারক জামিন মঞ্জুর করেন।
৬ জানুয়ারি রাত থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। ভিডিয়োয় ফালাকাটা থানার আইসির ঘরে বিনোদকে তৎকালীন জেলাশাসক নিখিল নির্মল এবং তাঁর স্ত্রী মারধর করেছেন বলে দেখা যায়। ওই ভিডিয়োর সত্যতা আনন্দবাজার যাচাই করেনি। জেলাশাসকের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করার অভিযোগে বিনোদকে ধরে এনেছিল পুলিশ। ফালাকাটা থানার পুলিশ ওই ঘটনায় জেনারেল ডায়েরি করে। তাতে জেলাশাসক এবং তাঁর স্ত্রী আটক এক যুবককে মারধর করেছেন তা উল্লেখ করা হয়। বিনোদের বাবাও নিখিল নির্মল এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন। বিনোদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন নন্দিনী কৃষ্ণনও। এ দিন সেই মামলাতেই বিনোদ জামিন পেয়েছেন।
ফালাকাটা থানা সূত্রের খবর, প্রাক্তন জেলাশাসক এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়ার মামলার তদন্ত চলছে। কয়েকজনের বয়ানও নেওয়া হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে আলিপুরদুয়ার আদালতে রিপোর্ট পাঠানো হবে।
এ দিন আদালত চত্বরে বিনোদ বলেন, “আলিপুরদুয়ারে কিছু হলে ফালাকাটায় কেন অভিযোগ হবে? সব ভিত্তিহীন অভিযোগ।’’ এ দিন আদালতে বিনোদ বেশি কথা বলতে চাননি। বারেবারেই তাঁকে বলতে শোনা যায়, “মানসিক ভাবে খুব চাপে রয়েছি। এখন একটু শান্তি চাই।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy