Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Covid 19

School: নবান্নের কোভিড নির্দেশ না মেনে চলছে সরকারি প্রাথমিক স্কুল, ভুলস্বীকার শিক্ষিকার

প্রশ্ন করতে গেলে সাংবাদিকদের উপর-ই চড়াও হন স্কুলের এক শিক্ষক। সরকারি স্কুলে কেন নবান্নের নির্দেশ মানা হচ্ছে না, কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি তাঁরা।

কোভিড বিধি না মেনেই চলছে স্কুল

কোভিড বিধি না মেনেই চলছে স্কুল নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২০:৪৯
Share: Save:

কোভিড বিধি মেনে স্কুল চলছে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। কিন্তু বিধি ভেঙে প্রাথমিক স্কুল চালানোর অভিযোগ উঠল জলপাইগুডি় সদর ব্লকের বাহাদুর ঠুঠাপাকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিককার বিরুদ্ধে। মঙ্গলবার স্কুলে গিয়ে দেখা যায় পঞ্চম শ্রেণির পরীক্ষা চলছে। মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। গা ঘেঁষাঘেঁষি করে বসেই স্কুলে পরীক্ষা দিচ্ছে পডুয়ারা। এমনকি পডুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের মুখেও মাস্ক নেই।

এ নিয়ে প্রশ্ন করতে গেলে সাংবাদিকদের উপরেই চড়াও হন স্কুলের এক শিক্ষক। সরকারি স্কুলে কেন নবান্নের নির্দেশ মানা হচ্ছে না, কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি তাঁরা। পরে শিক্ষক ষষ্ঠী মোহন্ত বলেন, ‘‘ছাত্রছাত্রীরা স্কুলে আসার জন্য বারবার আবদার করছিল। এ জন্য তাদের ক্লাস নেওয়া হচ্ছিল।’’

সেই সময় স্কুলে প্রধান শিক্ষক ছিলেন না, চাপের মুখে শেষ পর্যন্ত স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ভুল স্বীকার করে নেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষিকা জানান, বেশ কিছু দিন ধরেই তাঁরা ধারাবাহিক ভাবে স্কুল চালাচ্ছেন।

এ নিয়ে স্কুল পরিদর্শক নাতাশা পারভিনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘আমি বিযয়টি জানতাম না। জানার পর প্রধান শিক্ষককে ফোন করি। তিনি বলেন, অ্যাক্টিভিটি টাস্ক করানো হচ্ছিল। কিন্তু, এ ভাবে স্কুল চালু রাখা যায় না। প্রধান শিক্ষককে শো-কজ করা হয়েছে। তাঁর উত্তর জেনে পরবর্তী পদক্ষেপ করা হবে।’’

অন্য বিষয়গুলি:

Covid 19 school Nabann
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE