ভুট্টা বোঝাই ট্রাক্টরের অবাধ যাতায়াতে উত্তর দিনাজপুরের ডালখোলা এলাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে যান চলাচল। জাতীয় সড়কে যানজট এতটাই তীব্র যে আজ বৃহস্পতিবারের মধ্যে পরিস্থিতি পরিবর্তন না হলে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে জেলার বাস মালিকরা।
জানা গিয়েছে, গত এক সপ্তাহ ধরে ভোরের আলো ফুটতেই ডালখোলা, করণদিঘি, চাকুলিয়া থানার বিভিন্ন এলাকা সহ সংলগ্ন বিহারের গোলাপবাগ ও বলরামপুর থানার বিভিন্ন এলাকা থেকেও কয়েকশো ট্রাক্টর ডালখোলা শহরে ঢুকে পড়ছে। এই ট্রাক্টরগুলি দিনভর জাতীয় সড়ক সংলগ্ন ডালখোলা স্টেশনের রেক পয়েন্ট থেকে ভুট্টা বোঝাই করে ওজন করানোর জন্য পূর্ণিয়ামোড় থেকে কলেজ মোড় পর্যন্ত জাতীয় সড়কের ধারে থাকা একাধিক ওজন কেন্দ্রে নিয়ে যাচ্ছে। ওজন করার পর সেইসব ভুট্টা ফের ট্রাক্টরে চাপিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে ডালখোলা এলাকার জাতীয় সড়কের ধারে থাকা বিভিন্ন গোডাউনে। এর জন্য ৩৪ নম্বর জাতীয় সড়কে দিনভর তীব্র যানজট লেগে রয়েছে বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে লোকসানের মুখে পড়ে গত চারদিন ধরে রায়গঞ্জ-শিলিগুড়ি রুটে বেশিরভাগ বেসরকারি বাস চলাচল বন্ধ রেখেছে জেলার বাস মালিকরা। ফলে যানজটে নাকাল হওয়ার পাশাপাশি গাড়ির অভাবে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার জেলা বাস ও মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিতভাবে ডালখোলায় যানজট সমস্যার সমাধানের দাবি জানানো হয়েছে।
তাঁরা জানান, প্রতিদিন ৩২টি বাস রায়গঞ্জ-শিলিগুড়ি রুটে ডালখোলা হয়ে যাতায়াত করে। রায়গঞ্জ থেকে ১৮৭ কিলোমিটার দূরে শিলিগুড়ি যেতে যেখানে সাড়ে চার ঘণ্টা সময় লাগে, সেখানে গত এক সপ্তাহ ধরে যানজটের জন্য বাসগুলির শিলিগুড়ি পৌঁছতে ৮ থেকে ১২ ঘণ্টা সময় লেগে যাচ্ছে। যানজটের জেরে গত পাঁচদিনে রায়গঞ্জ থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েও করণদিঘি এলাকা থেকে একাধিক বাস রায়গঞ্জে ফিরে আসে। ডালখোলা এড়াতে করণদিঘির বোতলবাড়ি ও দোমহনা থেকে ইসলামপুরের ধনতলা পর্যন্ত বেঙ্গল টু বেঙ্গল রোড থাকলেও ওই রাস্তা সঙ্কীর্ণ হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় ওই রাস্তা দিয়েও বাস চালানো সম্ভব হচ্ছে না। গত চারদিন ধরে চার থেকে ছ’টি বাস কোনওমতে রায়গঞ্জ-শিলিগুড়ি রুটে চলাচল করছে।
জেলা বাস ও মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, ‘‘পুলিশের কোনও নজরদারি না থাকার জন্যই গত এক সপ্তাহ ধরে বিহার সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নম্বর ও নথিবিহীন শতাধিক বেআইনি ট্রাক্টর ডালখোলা শহরে ঢুকে ভুট্টাবোঝাই করে বেপরোয়াভাবে চলাচল করছে। এতে দিনভর তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। প্রশাসনের কর্তারা সব দেখেও কোনও ব্যবস্থা নিচ্ছে না। বৃহস্পতিবারের মধ্যে যানজট সমস্যার সমাধান না হলে সংগঠনের তরফে জেলাজুড়ে পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হবে।
রায়গঞ্জের রমেন্দ্রপল্লির বাসিন্দা সুমনকল্যাণ দাস জানান, ব্যবসার কাজে সপ্তাহে চার দিন তাঁকে রায়গঞ্জ থেকে বাসে বা ছোটগাড়িতে চেপে ডালখোলা ও শিলিগুড়ি যেতে হয়। গত তিন দিন ধরে যানজটের জেরে ৪৮ কিলোমিটার দূরের ডালখোলা যেতে প্রায় চার ঘণ্টা সময় লেগে যাচ্ছে। তাই যানজট না মেটা পর্যন্ত শিলিগুড়ি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জেলাশাসক রণধীর কুমারের দাবি, ভুট্টা সরবরাহকারী বৈধ গাড়িগুলির চলাচল নিয়ন্ত্রণ করার জন্যে পুলিশকে বলা হয়েছে। পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠৌরের দাবি, সমস্যা সমাধানে পুলিশ সবরকম চেষ্টা করছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy