প্রতীকী ছবি।
ইভটিজিংকে কেন্দ্র করেই একটি ক্লাবে আগুন লাগানো হল ইসলামপুরের কলেজ পাড়ায়।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে এলাকার ওই ক্লাবের ভিতর থেকে আগুন দেখতে পেয়ে ক্লাবের সদস্যরা সেখানে পৌঁছন। বেশ কিছু ক্ষণের চেষ্টায় সেই ক্লাবের আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্লাবের ঘরের দেওয়াল টিনের হওয়ায় তেমন ক্ষতি না হলেও ভিতরের টিভি, বিছানা, গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে গিয়েছে। ওই ক্লাবের সম্পাদক রাজীব ব্যাপারি স্থানীয় এক যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ক্লাবটিও অনুমোদন নেই বলেই জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। এলাকার এক তরুণীকে ইভটিজিং করার অভিযোগে এলাকার এক যুবক ও তার সঙ্গীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তরুণীর পরিবারের লোকেরা। রাতে ওই তরুণীর ভাই ক্লাবে আড্ডা দেওয়ার সময় সেখানে গিয়েই গণ্ডগোলের অভিযোগ ওঠে অভিযুক্ত যুবক ও তাঁর পরিবারের লোকেদের উপর। সেখানেই দুই পক্ষ একে অপরের উপর হামলা চালায়। ওই তরুণীর ভাই ও ওই যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়।
ওই যুবক অবশ্য জানিয়েছেন, ক্লাবের সব সময় মদের আড্ডা বসে। সে কথা বলতে গেলেই তাঁর উপর হামলা চালায়। তাঁর স্ত্রীরও শ্লীলতাহানি করা হয়েছে। থানাতে লিখিত জানিয়েছেন তাঁরা। তবে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন তরুণীর ভাইও। তিনি বলেন, ‘‘ওই যুবক ও তাঁর সঙ্গীরা বোনকে উত্ত্যক্ত করছিল। সেই বিষয়টি বকাঝকা করায় ক্লাবে ঢুকে হামলা চালিয়েছিল।’’
ওই ক্লাবের সম্পাদক রাজীব ব্যাপারি বলেন, ‘‘ক্লাবে কোনও বাজে আড্ডা হয় না। ছেলেরা ক্লাবে ঢোকার পরই দরজা বন্ধ করে দেয়। তবে ক্লাবে আগুন লাগানোয় থানাতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’’ ইসলামপুর থানার আইসি সুকুমার ঘোষ বলেন, ‘‘ক্লাবে গণ্ডগোল ও ক্লাবে আগুন লাগিয়ে দেওয়ার বিষয়টি শুনেছি। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তের কাজ শুরু হয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy