Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ছুটিতেও ক্লাস বসাচ্ছে স্কুল

এমনিতে সব স্কুল খোলার কথা ভ্রাতৃদ্বিতীয়ার পরে। ২৬ সেপ্টেম্বর থেকে পুজোর ছুটি পড়েছে। খুলবে আগামী ২২ অক্টোবর। ট্যাংরামারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক অসীম অধিকারী বলেন, “কিছু পড়ুয়া পিছিয়ে রয়েছে। সে কথা মাথায় রেখে চতুর্থ ও তৃতীয় শ্রেণির ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছি।”

সামসুদ্দিন বিশ্বাস
হরিহরপাড়া শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৭ ০৪:০১
Share: Save:

চতুর্থ শ্রেণির পড়ুয়া মামনি খাতুন ‘সমবাহু ও সমদ্বিবাহু’ ত্রিভুজ কি বুঝতে গিয়ে হোঁচট খাচ্ছিল। তৃতীয় শ্রেণির ছাত্রী মনীষা খাতুনের আবার নামতা মাঝপথে আটকে যায়। চতুর্থ শ্রেণির সেন্টু শেখ ইংরেজিতে একটু কাঁচা।

পুজোর ছুটির মধ্যেই তাদের ক্লাস নিচ্ছেন হরিহরপাড়ার ট্যাংরামারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। শনিবারই তৃতীয় ও চতুর্থ শ্রেণির পড়ুয়াদের নিয়ে ক্লাস চালু হয়েছে। দুই ক্লাসের অধিকাংশ পড়ুয়া এ দিন স্কুলে এসেছে। শিক্ষকদের চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরাও।

এমনিতে সব স্কুল খোলার কথা ভ্রাতৃদ্বিতীয়ার পরে। ২৬ সেপ্টেম্বর থেকে পুজোর ছুটি পড়েছে। খুলবে আগামী ২২ অক্টোবর। ট্যাংরামারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক অসীম অধিকারী বলেন, “কিছু পড়ুয়া পিছিয়ে রয়েছে। এক মাস স্কুল বন্ধ থাকায় তারা আরও পিছিয়ে পড়বে। সে কথা মাথায় রেখে চতুর্থ ও তৃতীয় শ্রেণির ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি তো নিয়মিত স্কুলে আসবেনই। আনোয়ার মণ্ডল এবং সাবিনা খাতুন বেগম নামে দুই শিক্ষকও বদলাবদলি করে আসবেন।

অভিভাবক জাকির হোসেন, সুজাউর রহমানেরা বলেন, “এক মাস ছুটিতে বসে থাকলে পড়াশোনার ক্ষতি হবে ভেবে শিক্ষকদের কাছে অনুরোধ করেছিলাম, যদি ক্লাস নেওয়া য়ায়। তাঁরা সেই অনুরোধ রেখেছেন। খুব ভাল লাগছে।’’

বেলডাঙার সুতিঘাটা প্রাথমিক বিদ্যালয়েও গত দু’বছর ধরে পুজোর ছুটিতে ক্লাস করাচ্ছেন শিক্ষকেরা। আজ, রবিবার থেকে সেই স্কুলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত শিক্ষক মহম্মদ হিলালউদ্দিন। তাঁর কথায়, “এটা পিছিয়ে পড়া এলাকা। পড়ুয়ারা মুলত স্কুলের উপরেই নির্ভরশীল। অধিকাংশের বাড়িতে পড়া দেখানোর লোক নেই। তাই এই উদ্যোগ।”

লালবাগের কুতুবপুর প্রাথমিক বিদ্যালয়ও সামনের সপ্তাহে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পড়ুয়াদের বিশেষ ক্লাস নেবে। প্রধান শিক্ষক মাহামুদাল হাসান বলছেন, “অঙ্ক ও ইংরেজির পাশাপাশি হাতের লেখা ভাল করার প্রশিক্ষণও দেওয়া হবে।”

লালবাগের নবাব বাহাদুর’স ইনস্টিটিউশন কাল, সোমবার থেকে দশম-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে বিশেষ ক্লাস নেওয়া হবে। প্রধান শিক্ষক মাসুদ আলম বলেন, “অঙ্ক, ইংরেজি ও ভৌতবিজ্ঞানে পড়ুয়াদের ভয় থাকে। তাই ওই সব বিষয়েই বিশেষ ক্লাস করানো হবে।” তিনি জানান, অফিস সংক্রান্ত কাজের জন্য শিক্ষকরা বদলাবদলি করে স্কুলে আসেন। এই সময়ে যে পড়ুয়ারা স্কুলে আসবে, তাদের ক্লাস নেওয়া হবে।

জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দেবাশিস বৈশ্য বলেন, “ছুটির দিন স্কুলের পড়ুয়াদের কাজে লাগিয়ে ভাল কাজ করছেন প্রাথমিক শিক্ষকেরা। ওঁদের সাধুবাদ প্রাপ্য।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE