Advertisement
০৫ নভেম্বর ২০২৪
গত এক মাস ধরে বহরমপুর থানায় সাতটি চুরি ছিনতাইয়ের অভিযোগ করেছেন বহরমপুর শহর ও শহর লাগোয়া এলাকার বাসিন্দারা। কেন এত চুরি? কী বলছেন তদন্তকারীরা? আজ প্রথম পর্ব।
Snatching

পরপর চুরি ছিনতাই, চিন্তা

সোনার গয়না থেকে নগদ টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, চুরি করে পালানোর সময়ে বাড়িতে আগুন লাগানোর ঘটনাও ঘটেছে বহরমপুরের খাটিকতলায়।

সোনার গয়না থেকে নগদ টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা।

সোনার গয়না থেকে নগদ টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। —প্রতীকী ছবি।

সামসুদ্দিন বিশ্বাস
বহরমপুর শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ০৭:০৭
Share: Save:

একের পর এক চুরি-ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন বহরমপুর শহরবাসী। ফাঁকা বাড়িতে ঢুকে চুরি করে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। যার জেরে আতঙ্কিত বহরমপুরের বিভিন্ন এলাকার বাসিন্দারা। গত এক মাসে বহরমপুর থানায় সাতটি চুরি ছিনতাইয়ের অভিযোগ করেছেন বহরমপুর শহর ও শহর লাগোয়া এলাকার বাসিন্দারা।

সোনার গয়না থেকে নগদ টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, চুরি করে পালানোর সময়ে বাড়িতে আগুন লাগানোর ঘটনাও ঘটেছে বহরমপুরের খাটিকতলায়। বহরমপুরের বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন। বহরমপুরের বাসিন্দা সমিত মণ্ডল বলছেন, ‘‘এ ভাবে দিনের বেলায় বাড়ির তালা ভেঙে চুরির ঘটনায় আমরা উদ্বিগ্ন। কর্মসূত্রে আমাদের মতো অনেককেই বাড়ির বাইরে থাকতে হয়। কয়েক দিন আগে বহরমপুরের খাটিকতলায় বাড়ির দরজার তালা ভেঙে চুরি গিয়েছে গয়না ও নগদ টাকা। সেই ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, চুরি রুখতে পুলিশ আরও তৎপর হোক।’’ জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘কয়েকটি জায়গায় চুরির ঘটনা ঘটেছে। তবে চুরির অভিযোগ পেলে তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারও করা হচ্ছে। সেই সঙ্গে চুরি রুখতে পুলিশ তৎপর রয়েছে।’’

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত ৩০ সেপ্টেম্বর রাতে দয়াময়ীপাড়া একজনের কাছে থেকে সোনার গয়না ছিনতাই হয়েছে। গত ৬ অক্টোবর খাগড়ার একটি সংস্থার ২ লক্ষ ৩৪ হাজার টাকার জিনিসপত্র চুরি গিয়েছে। গত ১০ অক্টোবর ইন্দ্রপ্রস্থ দেড় ভরি সোনার গয়না ছিনতাই হয়েছে। ১৩ অক্টোবর বহরমপুর শহর লাগোয়া চালতিয়া এলাকায় দরজার তালা ভেঙে সোনার গয়না চুরি গিয়েছে। গত ১৪ অক্টোবর বহরমপুরের কান্তনগরে দুষ্কৃতীরা একটি বাড়ির তালা ভেঙে সোনার গয়না এবং নগদ ১২ হাজার টাকা চুরি গিয়েছে। গত ১৭ অক্টোবর বহরমপুর শহর লাগোয়া মণীন্দ্রনগরে সোনার গয়না ও নগদ এক লক্ষ টাকা চুরি গিয়েছে। গত ২৩ অক্টোবর বহরমপুরের খাটিকতলায় বাড়ির দরজার তালায় ভেঙে সোনার গয়না এবং ৭৫ হাজার নগদ টাকা ও একটি এটিএম চুরি গিয়েছে। শুধু তাই নয়, দুষ্কৃতীরা পালানোর সময় ওই বাড়ির জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয়। পড়শিরা দিনের বেলায় ওই বাড়িতে ধোঁয়া উঠতে দেখে পুলিশ ও দমকলকে খবর দেন।

সোনার দাম বেশি উঠেছে বলেই কি এই চুরি? তেমনই মনে করছেন তদন্তকারীরা। কিন্তু কোথায় বিক্রি হচ্ছে এই চোরাই সোনার গয়না?

শুধু অক্টোবরে

২৩ অক্টোবর-খাটিকতলা- বাড়ির দরজার তালা ভেঙে চুরি যায় সোনার গয়না, ৭৫ হাজার নগদ টাকা ও এটিএম কার্ড। দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় ঘরের জিনিসপত্রে।

২২ অক্টোবর- ২ নম্বর মণীন্দ্রনগর- বাড়ির তালা ভেঙে চুরি যায় সোনার গয়না এবং নগদ এক লক্ষ টাকা।

১৪ অক্টোবর- কান্তনগর- বাড়ির তালা ভেঙে চুরি সোনার গয়না ও নগদ ১২ হাজার টাকা।

১৩ অক্টোবর- চালতিয়া- বাড়ির তালা ভেঙে দু’টি সোনার গয়না চুরি।

১০ অক্টোবর- ইন্দ্রপ্রস্থ-সোনার হার ছিনতাই।

০৬ অক্টোবর- খাগড়া- একটি অফিস থেকে নগদ টাকা সহ ২ লক্ষ ৩৪ হাজার টাকার জিনিসপত্র চুরি যায়।

০১ অক্টোবর- সোনার হার ছিনতাই।

অন্য বিষয়গুলি:

Theft Snatching
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE