বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে রুপোলি পর্দায় জুটি বাঁধার ইচ্ছাপ্রকাশ করলেন বাংলাদেশের হিরো আলম। রবিবার মুর্শিদাবাদের সমসেরগঞ্জে একটি অনুষ্ঠানে এসে এ কথা বলেন আলম। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী রিয়া মণি।
রবিবার সন্ধ্যায় সমশেরগঞ্জের বাবুপুর প্রাথমিক স্কুলের মাঠে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অভিনেতা হিরো আলম। মঞ্চে আলম বলেন, ‘‘আমি কোনও দিন ভাবতেই পারিনি ও পার বাংলা থেকে এ পার বাংলার কোনও অনুষ্ঠানে আসব।’’ নিজের অভিনয় জীবনের কথা বলতে গিয়ে আলম ইচ্ছাপ্রকাশ করেন, ‘‘ভারতে এসে এক দিন দীপিকা পাড়ুকোনের সঙ্গে সিনেমা করতে চাই।’’

— নিজস্ব চিত্র।
আরও পড়ুন:
-
পর্ন ছবির সব শুটিং এখানেই করতেন শিল্পার স্বামী রাজ, তথ্য প্রকাশ করে জানাল মুম্বই পুলিশ
-
মামলা বনাম হামলা, দেড় বছরেই কি শুভেন্দু ধরে ফেলতে চলেছেন দিলীপকে, গুনছে বিজেপি
-
ছিঁড়ে ফেলা হয় ধর্ষিতার পা! হাই কোর্টে সাজা মকুবের আবেদন, ফিরে দেখা সেই কামদুনিকাণ্ড
-
ভারতের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে খেলবেন না উইলিয়ামসন, নিউজ়িল্যান্ডের নেতা তা হলে কে
রবিবার বাংলাদেশের ওই অভিনেতাকে দেখতে উপচে পড়ে ভিড়। পুলিশি নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো। রায়গঞ্জের গোয়ালপোখর থেকে আলমের অনুষ্ঠান দেখতে এসেছিলেন রবিউল মণ্ডল। তিনি বলেন, ‘‘আমরা হিরো আলমের ভক্ত। ওঁর সঙ্গে দেখা করতে বাংলাদেশ যেতে পারব না। তাই পাশের জেলায় উনি এসেছেন শুনে ছুটে এলাম।’’ অনুষ্ঠান শেষে হিড়িক পড়ে যায় আলমের সঙ্গে নিজস্বী তোলার।