Advertisement
২০ সেপ্টেম্বর ২০২৪
Coronavirus

বিদেশে গিয়ে করোনায় মৃত যুবক

স্থানীয় এবং পরিবার সূত্রে খবর, প্রায় তিন বছর আগে চাকরি পেয়ে বাহরাইনে গিয়েছিলেন পেশায় সফটঅয়্যার ইঞ্জিনিয়ার রিজভি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শমসেরগঞ্জ শেষ আপডেট: ১৭ জুন ২০২০ ০৬:২৪
Share: Save:

বিদেশে কাজ করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের শমসেরগঞ্জের বাসিন্দা এক যুবকের। সোমবার ভোরে বাহরাইনের এক হাসপাতালে মারা যান বছর উনচল্লিশের আব্দুল রহমান মহম্মদ খায়রুল রিজভি। বাহরাইনেই মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শামিল করা হয়েছিল তাঁর পরিবারকে।

রিজভির পরিবার থাকে শমসেরগঞ্জের কাঁকুড়িয়ায়। স্থানীয় এবং পরিবার সূত্রে খবর, প্রায় তিন বছর আগে চাকরি পেয়ে বাহরাইনে গিয়েছিলেন পেশায় সফটঅয়্যার ইঞ্জিনিয়ার রিজভি। সেখানকার একটি বেসরকারি সংস্থায় তিনি কাজ করতেন। জানা গিয়েছে, বাহরাইনে করোনার সংক্রমণ দেখা দিলে রিজভি দেশে ফেরার চেষ্টা করেছিলেন। তবে সেই সময় ভারতে লকডাউন শুরু হয়ে যাওয়ায় ও বিদেশ থেকে বিমান ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হওয়ায় তিনি ফিরতে পারেননি। এর মধ্যেই কয়েক দিন আগে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে রিজভিকে হাসপাতালে ভর্তি করা হয়। লালারস পরীক্ষায় তাঁর করোনা পজ়িটিভ ধরা পড়ে। এরপর থেকে হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। সোমবার স্থানীয় সময় ভোররাতে তিনি মারা যান। রিজভি যে সংস্থায় কাজ করতেন সেখানকার কর্তৃপক্ষই কাঁকুড়িয়ার বাড়িতে মৃত্যুসংবাদ পাঠান। রিজভির দেহ যাতে দেশে ফেরানো যায়, সে জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছিল পরিবার। তবে সরকার সেই অনুমতি দেয়নি। বাহরাইনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ভিডিও কনফারেন্সে শামিল করা হয় পরিবারকে।

এদিকে, গ্রামের যুবকের এমন মৃত্যুতে শোকের ছায়া কাঁকুড়িয়া জুড়ে। ওই যুবকের এক পড়শি জানান, এলাকায় সকলে প্রিয় ছিলেন মিশুকে স্বভাবের রিজভি। ছুটিতে বাড়ি এলে গ্রামে নানা কর্মকাণ্ডে শামিল হতেন তিনি। এক পড়শি বললেন, ‘‘পড়াশোনায় বরাবর মেধাবী ছিল ও (রিজভি)। বিদেশ থেকে যখন ফিরত, গ্রামের সকলের খোঁজ নিত। চার বছরের ছেলেকে নিয়ে গ্রামে ঘুরে বেড়াত। বিশ্বাসই হচ্ছে না, ও আর নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE