Advertisement
৩০ অক্টোবর ২০২৪

হুমকি দিয়ে জমি রেজিস্ট্রি, নালিশ

অপহরণের মামলা রুজু হয়েছিল আগেই। বাড়ি ফিরে ‘অপহৃত’ ওই বৃদ্ধ এ বার পুলিশের কাছে অভিযোগ করলেন, তাঁকে খুনের হুমকি দেখিয়ে জোর করে জমি রেজিস্ট্রি করে নিয়েছে অপহরণকারীরা। রবিবার সন্ধ্যায় ধুলিয়ানের হরিসভাপল্লি থেকে ৮৩ বছরের প্রবীণ ব্যবসায়ী রবীন্দ্রনাথ দাসকে অপহরণ করে দুষ্কৃতীরা। রবীন্দ্রনাথবাবু এলাকার ধনী ব্যবসায়ী। তাঁদের ধুলিয়ান লাগোয়া রতনপুরে এজমালি দুই বিঘে জমি রয়েছে।

নিজস্ব সংবাদদাতা
ধুলিয়ান শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ০১:৪০
Share: Save:

অপহরণের মামলা রুজু হয়েছিল আগেই। বাড়ি ফিরে ‘অপহৃত’ ওই বৃদ্ধ এ বার পুলিশের কাছে অভিযোগ করলেন, তাঁকে খুনের হুমকি দেখিয়ে জোর করে জমি রেজিস্ট্রি করে নিয়েছে অপহরণকারীরা।

রবিবার সন্ধ্যায় ধুলিয়ানের হরিসভাপল্লি থেকে ৮৩ বছরের প্রবীণ ব্যবসায়ী রবীন্দ্রনাথ দাসকে অপহরণ করে দুষ্কৃতীরা। রবীন্দ্রনাথবাবু এলাকার ধনী ব্যবসায়ী। তাঁদের ধুলিয়ান লাগোয়া রতনপুরে এজমালি দুই বিঘে জমি রয়েছে। যার দাম এখন প্রায় চার কোটি টাকা। সেই জমি কম দামে বিক্রির জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। মাস তিনেক আগে রবীন্দ্রনাথবাবুর বাড়িতে চড়াও হয়ে তাঁর এক ভাইপোকে মারধরও করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় পুলিশ স্থানীয় বাসিন্দা শ্যামল মিশ্র নামে এক যুবককে গ্রেফতারও করে।

রবিবার রবীন্দ্রনাথবাবুর স্ত্রী শিপ্রাদেবী শ্যামল মিশ্র-সহ বেশ কয়েকজনের নামে অপহরণের অভিযোগ দায়ের করেন। সোমবার রাতে বাড়ি ফেরেন রবীন্দ্রনাথবাবু। তাঁর অভিযোগ, গাড়িতে তাঁকে সাত-আট জন বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায় কাশিমনগর গ্রামে। সোমবার সকালে তাঁকে গাড়িতে বহরমপুরে নিয়ে যাওয়া হয়। রবীন্দ্রনাথবাবু বলেন, ‘‘রেজিস্ট্রি অফিসে পিস্তল দেখিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে ওরা জমি রেজিস্ট্রি করিয়ে নেয়। পরে আমাকে গাড়িতে করে জঙ্গিপুরে নামিয়ে দিয়ে যায়। ওদের সবাইকেই আমি চিনতে পেরেছি।’’ সামশেরগঞ্জ থানার ওসি সম্রাট ফণি বলেন, ‘‘ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এফআইআর করা হবে।’’

অন্য বিষয়গুলি:

Dhulian Criminal polkice Shyamal Mitra FIR
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE