Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Gun Down

মুর্শিদাবাদের সুতিতে গুলি চলল দোকানে, ব্যবসায়ীর মৃত্যু! বাইকে চেপে পালাল আততায়ীরা

কী কারণে ওই হামলা তা এখনও অজানা। এখনও আততায়ীদের চিহ্নিত করা যায়নি। সুতি থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের একটি বাইক উদ্ধার করা গিয়েছে। খোঁজ চলছে আততায়ীদের।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
সুতি শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১২:১৭
Share: Save:

সাতসকালে গুলি চলল মুর্শিদাবাদের সুতির একটি সিমেন্টের দোকানে। মৃত্যু হল এক ব্যবসায়ীর। বুধবার ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সুতির কাশিমনগর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দোকানে যাওয়া এক ক্রেতাকে লক্ষ্য করে গুলি চলে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি গুলি লাগে ইয়াদ শেখ ওরফে বিশু নামে দোকানদারের বুকে। গুলি চালানোর সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে চম্পট দেয় আততায়ীরা। অন্য দিকে, রক্তাক্ত অবস্থায় ওই দোকানদারকে নিয়ে যাওয়া হয় সরকারি হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কী কারণে ওই হামলা তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। তবে এখনও কোনও আততায়ীকে চিহ্নিত করা সম্ভব হয়নি। গুলি চলার কারণও জানা যায়নি। ঘটনাস্থলে রয়েছে সুতি থানার পুলিশ। তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে, গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তদের একটি বাইক উদ্ধার করা গিয়েছে। অভিযুক্তদেরও খোঁজ চলছে। সাতসকালে এমন একটি ঘটনায় স্বাভাবিক ভাবে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জুয়া খেলাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। ইয়াদের দোকানে গিয়েছিলেন কবিরুল শেখ নামে এক যুবক। আততায়ীদের ‘টার্গেট’ ছিলেন তিনি-ই। তবে গুলি কবিরুলের গায়ে না লেগে দোকনদার বিশুর বুকে লাগে। তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। ইতিমধ্যে বিশুর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, জুয়াড়ি হিসাবে এলাকায় পরিচিত কবিরুল। জুয়া খেলাকে কেন্দ্র করেই হয়তো তাঁর সঙ্গে শত্রুতা হয় আততায়ীদের। জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় বলেন, ‘‘দুষ্কৃতীদের গ্রেফতার করতে এলাকা জুড়ে তল্লাশি শুরু হয়েছে। খুনের কারণ অনুসন্ধান করা হচ্ছে।’’

অন্য বিষয়গুলি:

Gun Down Shop Firing Murshidabad Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE