Advertisement
৩০ অক্টোবর ২০২৪

বেলডাঙায় ছিনতাইয়ে গ্রেফতার ৩

একের পর এক ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছিল বেলডাঙা। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাবতা রেলগেট থেকে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত হাসিম শেখ, রমজান শেখ ও টিটু শেখ বেলডাঙার মাঝপাড়া এলাকার বাসিন্দা।

নিজস্ব সংবাদদাতা
বেলডাঙা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০১:১১
Share: Save:

একের পর এক ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছিল বেলডাঙা। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাবতা রেলগেট থেকে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত হাসিম শেখ, রমজান শেখ ও টিটু শেখ বেলডাঙার মাঝপাড়া এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, খোয়া যাওয়া গয়নার সন্ধানও পাওয়া গিয়েছে। সেগুলো শীঘ্রই উদ্ধার হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরে চোর ও ছিনতাইবাজদের দৌরাত্ম্য বেড়েছে বেশ কিছু দিন ধরেই। দিন কয়েক আগে, প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বেলডাঙার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর পঁয়ষট্টির দীপু বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন আরও এক বৃদ্ধা। দীপুদেবীর পায়ে সমস্যা থাকায় তিনি একটু পিছিয়ে পড়েছিলেন। সুনসান রাস্তায় তখন তিনি একাই হাঁটছিলেন। আচমকা বাইকের শব্দে তিনি পিছনে তাকান। তখনই চলন্ত বাইক থেকে তাঁর গলার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

সম্প্রতি বেলডাঙার এক বৃদ্ধা মন্দিরে যাচ্ছিলেন পুজো দিতে। একই কায়দায় তাঁর গলা থেকেও সোনার হার ছিনতাই করে দুষ্কৃতী। একের পর এক এমন ঘটনায় তক্কে তক্কে ছিল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তিন জনকে আটক করে। তাদের কাছ থেকে ১০ লিটার কোডিন মিক্সচার মেলে। জেরায় তারা ছিনতাইয়ের ঘটনা কবুল করে বলে পুলিশের দাবি। তার পরেই পুলিশ তাদের ধরে।

পুলিশের দাবি, গত কয়েক মাসে জেলার নানা প্রান্তে এই তিন জন ছিনতাই করেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ানের উপর ভিত্তি করে গত সাত দিনে বেলডাঙা ও জেলার বেশ কিছু এলাকায় এই তিন জনের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে তারা ধরা পড়ায় আপাতত স্বস্তিতে শহর ও পুলিশ।

অন্য বিষয়গুলি:

Arrest Snatch
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE