Advertisement
০৫ নভেম্বর ২০২৪

চলতি মাসেই ঝাড়গ্রামে জেলা পরিষদ

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের নির্দেশ, আগামী ৩০ জুনের মধ্যে সদস্যদের শপথগ্রহণ থেকে সভাধিপতি- সহকারী সভাধিপতি নির্বাচন, সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সংখ্যা ৬৭।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৭ জুন ২০১৭ ০০:২২
Share: Save:

পশ্চিম মেদিনীপুর ভেঙে নতুন জেলা পরিষদ গঠনের বিজ্ঞপ্তি জারি হয়েছে গত ২১ এপ্রিল। সাধারণত, বিজ্ঞপ্তি জারির ২১ দিনের মধ্যে বৈঠক ডেকে নতুন বোর্ড গঠন করার কথা। কিন্তু তা হয়নি। এ বার নতুন জেলা পরিষদ গঠনের সময়সীমা বেঁধে জেলাকে চিঠি দিয়েছে রাজ্য। রাজ্যের নির্দেশ পেয়ে নড়েচড়ে বসেছে জেলা।

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের নির্দেশ, আগামী ৩০ জুনের মধ্যে সদস্যদের শপথগ্রহণ থেকে সভাধিপতি- সহকারী সভাধিপতি নির্বাচন, সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সংখ্যা ৬৭। এরমধ্যে নবগঠিত ঝাড়গ্রাম জেলার সদস্য সংখ্যা ১৬। আর পশ্চিম মেদিনীপুর জেলার সদস্য সংখ্যা ৫১। ঝাড়গ্রাম জেলায় অবশ্য এখন জেলা পরিষদ সদস্য রয়েছেন ১৫ জন। শোভনা সিংহ নামে এক জেলা পরিষদ সদস্যের মৃত্যুতে একটি আসন শূন্য রয়েছে। নতুন জেলা পরিষদের সভাধিপতি-সহ অন্য পদে কারা বসবেন তা অবশ্য এখনও চূড়ান্ত করেনি তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উপাধ্যক্ষ তথা তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “কে কোন পদে বসবেন সেটা দলের রাজ্য নেতৃত্ব ঠিক করবেন। রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত মতোই জেলায় পদক্ষেপ করা হবে।” ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি-সহকারী সভাধিপতির আসন সংরক্ষণের কোপে পড়েনি। এখন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ। সহকারী সভাধিপতি সমায় মাণ্ডি। সমায়বাবু ঝাড়গ্রামের সাঁকরাইল থেকে নির্বাচিত। ওই সূত্রের দাবি, নতুন জেলা পরিষদের সভাধিপতির দৌড়ে এগিয়ে রয়েছেন সমায়বাবুই।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE