Advertisement
২০ সেপ্টেম্বর ২০২৪
Coronavirus

করোনায় আক্রান্ত বৃদ্ধা সহ আরও দুই

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, ‘‘জেলার বাসিন্দা দু’জন করোনায় সংক্রমিত হয়েছেন ঠিকই, তবে ওঁদের এ জেলায় করোনা ধরা পড়েনি।’’

ছবি: এএফপি।

ছবি: এএফপি।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৭ মে ২০২০ ০০:২৯
Share: Save:

পশ্চিম মেদিনীপুরে আরও দু'জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। একজন মেদিনীপুর শহরের এক এলাকার বাসিন্দা, অন্যজন দাঁতনের এক এলাকার বাসিন্দা। জেলা স্বাস্থ্যভবনের অবশ্য দাবি, জেলার বাসিন্দা হলেও ওই দু’জনের কারওরই করোনা এ জেলায় ধরা পড়েনি। ধরা পড়েছে কলকাতার পরীক্ষাগারে।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, ‘‘জেলার বাসিন্দা দু’জন করোনায় সংক্রমিত হয়েছেন ঠিকই, তবে ওঁদের এ জেলায় করোনা ধরা পড়েনি।’’ তাঁর দাবি, ‘‘শনিবারই আমরা ওঁদের করোনায় সংক্রমিত হওয়ার বিষয়টি জানতে পারি। এরপর জেলা থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে।’’

জানা গিয়েছে, করোনায় আক্রান্ত মেদিনীপুরের বৃদ্ধার বয়স চুরাশি। এখন তিনি কলকাতায় থাকেন। সেখানেই এক হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। অন্য দিকে, দাঁতনের করোনা আক্রাম্ত হলেন যুবক, বয়স ছেচল্লিশ। পেশায় তিনি গাড়ি চালক। জানা যাচ্ছে, সম্প্রতি পূর্ব মেদিনীপুরের এগরায় তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়। তারপর কলকাতার এক পরীক্ষাগারে পাঠানো হয় নমুনা। রিপোর্ট পজ়িটিভ আসে। এরপরই ওই যুবককে পাঁশকুড়ার বড়মা করোনা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ওই যুবকের সংস্পর্শে আসায় কয়েকজনকে নিভৃতবাসেও (কোয়রান্টিন) পাঠানো হয়েছে। এঁদেরও সকলের করোনা পরীক্ষা হবে। ওই যুবক অন্যত্র ছিলেন। গত মঙ্গলবার দাঁতনে ফেরেন।

নতুন করে জেলার দু'জন করোনায় সংক্রমিত হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্রের অবশ্য দাবি, ‘‘উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। সতর্ক থাকতে হবে।’’ ওই বৃদ্ধার সংস্পর্শে আসা কেউ এখন মেদিনীপুরে রয়েছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE