Advertisement
০৬ নভেম্বর ২০২৪

দিলীপের সভার অনুমতি-বিতর্ক 

পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে রবিবারের ওই সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এছাড়াও, বিজেপি’র এক প্রতিনিধি দলের ময়না থানায় স্মারকলিপিও দেওয়ার কথা।

দিলীপ ঘোষ।—ফাইল চিত্র।

দিলীপ ঘোষ।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ময়না শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ০২:৫৯
Share: Save:

এলাকা দখল নিয়ে ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতে একাধিকবার তৃণমূল এবং বিজেপি’র সংঘর্ষ ঘটার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে আজ, রবিবার ময়না ব্লক অফিস সংলগ্ন মাঠে বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা হওয়ার কথা রয়েছে। যদিও শনিবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুসারে, ওই সভার জন্য অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন।

পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে রবিবারের ওই সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এছাড়াও, বিজেপি’র এক প্রতিনিধি দলের ময়না থানায় স্মারকলিপিও দেওয়ার কথা। বিজেপি সূত্রের খবর, ওই জন সভায় দিলীপ ঘোষ ছাড়াও রাজ্য বিজেপি’র তরফে জেলার পর্যবেক্ষক সায়ন্তন বসুর থাকার কথা।

বাকচা এবং শ্রীরামপুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকা ছাড়াও ময়না এবং তমলুক ব্লক ওই সভায় দলীয় সমর্থকদের নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। যদিও পুলিশ সূত্রের খবর, সভার জন্য শনিবার বিকেল পর্যন্ত কোনও অনুমতি দেওয়া হয়নি। এ ব্যাপারে তমলুকের এসডিপিও সুরজিৎ মণ্ডল বলেন, ‘‘যে জায়গায় সভার জন্য অনুমতি চাওয়া হয়েছে, সেখানে আইনি জটিলতা রয়েছে। তাই সভা করার অনুমতি দেওয়া হয়নি।’’

বিজেপি’র তমলুক জেলা সভাপতি প্রদীপ দাস অবশ্য শনিবার বলেন, ‘‘সভার জন্য জমি মালিকদের অনুমতি-সহ অন্য নথি দিয়েই কয়েকদিন আগে পুলিশ-প্রশাসনের কাছে জমা দিয়ে আবেদন জানানো হয়েছিল। পুলিশ ওই সভাস্থল পরিদর্শনও করেছে। কিন্তু এখনও অনুমতি দেয়নি।’’ তবে অনুমতি না মিললেও সভা যে হবে, সে কথা জানাচ্ছেন প্রদীপ। তাঁর কথায়, ‘‘আমরা অনুমতির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। তবে পুলিশ অনুমতি না দিলেও রবিবার নির্ধারিত সূচি মেনেই আমাদের সভা হবে। প্রয়োজনে আইন অমান্য কর্মসূচি পালন করব।’’

পুলিশ সূত্রের খবর, রবিবার বিজেপি’র সভা ঘিরে যাতে কোনও গোলমাল না বাঁধে, সে জন্য বাকচা-সহ ময়না এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হচ্ছে। থানায় স্মারকলিপি কর্মসূচির জন্য আগাম সতর্কতা নেওয়া হবে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE