গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইপিএলের বড় নিলাম ১৮ দিন পর। ১০টি দল মোট ৪৬ জন ক্রিকেটারকে রেখে দিয়েছে। বাকি জায়গাগুলির জন্য লড়াই হবে ২৪ নভেম্বর নিলামে। কোন দল কাদের নিতে পারে?
আইএসএলে রয়েছে পঞ্জাবের ম্যাচ। জিতলেই মোহনবাগানকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে তারা। এ ছাড়া রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ন’টি ম্যাচ এবং বাংলার রঞ্জি ট্রফির খেলা।
১৮ দিন পর আইপিএলের নিলাম, সব দলের খবর
আর ১৮ দিন পর আইপিএলের বড় নিলাম। ১০টি দল মোট ৪৬ জন ক্রিকেটারকে রেখে দিয়েছে। বাকি জায়গাগুলির জন্য লড়াই হবে ২৪ নভেম্বর নিলামে। কোন দল কাদের নিতে পারে? সব খবর।
আইএসএলে তৃতীয় স্থানে নেমে যাবে মোহনবাগান? জিতলেই পঞ্জাব উঠে আসবে দু’নম্বরে
আইএসএলে আজ নামছে পঞ্জাব এফসি। প্রতিপক্ষ এফসি গোয়া। আজ জিতলেই পঞ্জাব টপকে যাবে দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগানকে। ছ’ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ১৩। একটি ম্যাচ কম খেলে ১২ পয়েন্টে আছে পঞ্জাব। অন্য দিকে গোয়া যদি জেতে তারা পয়েন্টের বিচারে তৃতীয় স্থানে উঠে আসবে। সাত ম্যাচে গোয়ার পয়েন্ট ৯। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
চ্যাম্পিয়ন্স লিগে নামছে বার্সেলোনা, বায়ার্ন, আর্সেনাল, মোট ন’টি ম্যাচ
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আজও ন’টি ম্যাচ। খেলবে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল। বার্সার সামনে ক্রাভেনা ভেজ়দা। বায়ার্ন খেলবে বেনফিকার সঙ্গে। আর্সেনালের প্রতিপক্ষ ইন্টার মিলান। তিনটি ম্যাচই রাত ১:৩০ থেকে। একই সময়ে রয়েছে ফেনর্ড-সালজ়বার্গ, পিএসজি-অ্যাটলেটিকো মাদ্রিদ, স্পার্টা প্রাহা-ব্রেস্ট, ভিএফবি স্টুটগার্ট-আটলান্টা ম্যাচ। রাত ১১:১৫ থেকে রয়েছে দু’টি ম্যাচ। খেলবে শাখতার দোনেস্ক-ইয়ং বয়েজ় এবং ক্লাব ব্রাগ-অ্যাস্টন ভিলা। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
রঞ্জি ট্রফিতে চতুর্থ ম্যাচে নামছে বাংলা, অনুষ্টুপদের সামনে কর্নাটক
রঞ্জি ট্রফিতে আজ চতুর্থ ম্যাচ খেলতে নামছে বাংলা। অনুষ্টুপ মজুমদারের নেতৃত্বে খেলবে বাংলা। বিপক্ষে ময়াঙ্ক আগরওয়ালের কর্নাটক। বেঙ্গালুরুতে খেলা। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বাংলা চতুর্থ স্থানে আছে। সমসংখ্যক ম্যাচে কর্নাটকের পয়েন্ট ৭। তারা তৃতীয় স্থানে। খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy