Advertisement
০৫ নভেম্বর ২০২৪

উপনির্বাচনের মনোনয়ন শুরু

তমলুক লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে প্রার্থী পদের মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হচ্ছে আগামী ২৬ অক্টোবর। মনোনয়নপত্র জমা হবে ২ নভেম্বর পর্যন্ত।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৬ ০০:২২
Share: Save:

তমলুক লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে প্রার্থী পদের মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হচ্ছে আগামী ২৬ অক্টোবর। মনোনয়নপত্র জমা হবে ২ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার তমলুকে জেলা প্রশাসনিক অফিসে সাংবাদিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল জানান, তমলুক লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ১৯ নভেম্বর। ভোট গণনা করা হবে আগামী ২২ নভেম্বর। উপ-নির্বাচনে প্রার্থী পদের জন্য মনোনয় নপত্র জমা নেওয়া শুরু হবে আগামী ২৬ অক্টোবর। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে ৩ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৫ নভেম্বর।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তমলুক লোকসভার উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৫ লক্ষ ৯০ হাজার ২৮৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮ লক্ষ ২৬ হাজার ১৮২ জন। মহিলা ভোটার ৭ লক্ষ ৬৪ হাজার ৭২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২৯ জন। মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৮৫৫ টি। ভোট পরিচালনার জন্য মোট ৮৯০৪ জন কর্মী নেওয়া হচ্ছে।

অন্য বিষয়গুলি:

By-election Nomination Tomluk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE