তমলুক লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে প্রার্থী পদের মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হচ্ছে আগামী ২৬ অক্টোবর। মনোনয়নপত্র জমা হবে ২ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার তমলুকে জেলা প্রশাসনিক অফিসে সাংবাদিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল জানান, তমলুক লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ১৯ নভেম্বর। ভোট গণনা করা হবে আগামী ২২ নভেম্বর। উপ-নির্বাচনে প্রার্থী পদের জন্য মনোনয় নপত্র জমা নেওয়া শুরু হবে আগামী ২৬ অক্টোবর। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে ৩ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৫ নভেম্বর।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তমলুক লোকসভার উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৫ লক্ষ ৯০ হাজার ২৮৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮ লক্ষ ২৬ হাজার ১৮২ জন। মহিলা ভোটার ৭ লক্ষ ৬৪ হাজার ৭২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২৯ জন। মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৮৫৫ টি। ভোট পরিচালনার জন্য মোট ৮৯০৪ জন কর্মী নেওয়া হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy