দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। —নিজস্ব চিত্র।
বিয়ের পরে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে অষ্টমঙ্গলায় যাচ্ছিলেন নদিয়ার নবদ্বীপের শুভ্রজ্যোতি পাল। সঙ্গে ছিলেন স্ত্রী শুভ্রার মামা কৃষ্ণকিঙ্কর পণ্ডা। পরিকল্পনা ছিল বন্ধু কোলাঘাটের কাছে বন্ধু অমিত কর্মকারের সঙ্গে দেখা করে অমিতের নতুন গাড়ি চেপে শ্বশুরবাড়ি যাবেন শুভ্রজ্যোতি।
কিন্তু সেই পরিকল্পনাই কাল হল। নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িই উল্টে গিয়ে মৃত্যু হল শুভ্রজ্যোতির স্ত্রী শুভ্রা দাস পালের (২৬) । ঘটনায় এক শিশু-সহ ৪জন গুরুতর জখম হয়েছেন।
শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে নারায়ণগড়ের ৬নম্বর জাতীয় সড়কের পোক্তপোল সংলগ্ন বড়মারা সেতুর কাছে। একটি লরিকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায় গাড়িটি। শুভ্রা ঘটনাস্থলেই মারা যান। এ দিকে জখম এক বছর তিনেকের শিশু-সহ তিনজনকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে। আর শুভ্রজ্যোতি পালকে মেদিনীপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নদিয়া ও এগরায়। শুভ্রজ্যোতির বাবা অজয়কুমার পাল বলেন, “বিয়ের পরে ছেলে বৌমাকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিল। নতুন করে জীবন শুরু করার আগেই সবকিছু শেষ হয়ে গেল।” পড়শি কৌশিক প্রধান বলেন, “দু’দিন পরে বিদেশে চলে যাওয়ার কথা ছিল ওঁদের। অষ্টমঙ্গলার সব আয়োজন সারা হয়ে গিয়েছিল। বাড়িতে চাঁদের হাট বসেছিল। নিমেশে সব কিছু শেষ হয়ে গেল।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy