তলবি নির্দেশ তুলে নেওয়ার জন্য আগেই আবেদন জানিয়েছিলেন। এ বার লালবাজারে হাজিরা দিতে অনিচ্ছা প্রকাশ করে ই-মেল পাঠালেন নারদ নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েল।
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অর্থনৈতিক অপরাধ দমন শাখার অতিরিক্ত কমিশনারকে বৃহস্পতিবার এই ই-মেল পাঠিয়েছেন নারদ-প্রধান। তাতে তিনি লিখেছেন, নারদের স্টিং অপারেশনে কিছু নেতানেত্রীর টাকা নেওয়ার বিষয়টি এখন আদালতের বিচারাধীন। তিনি সেই হুল অভিযানের সমস্ত নথিপত্র, তথ্য ও ফুটেজ কলকাতা হাইকোর্টে জমা দিয়েছেন। হাইকোর্টও জানিয়ে দিয়েছে, এই ব্যাপারে শেষ কথা বলবে তারাই। এই অবস্থায় তিনি তদন্তকারীদের মুখোমুখি হওয়ার জন্য লালবাজারে হাজিরা দিতে চান না।
যে-অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের তরফে বারবার তাঁকে ডেকে পাঠানো হচ্ছে, নিউ মার্কেট থানায় কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রীর দায়ের করা সেই অভিযোগের প্রতিলিপিও চেয়েছেন ম্যাথু। তিনি লিখেছেন, ‘‘আমার বিরুদ্ধে যখন অভিযোগ, সেই সংক্রান্ত সবিস্তার তথ্য জানার অধিকার আমার আছে। দয়া করে সেই অভিযোগের প্রতিলিপি পাঠান।’’
এর আগেও গত ২৩ জুন এক বার ম্যাথুকে ই-মেল করে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল। সে-বারেও তিনি পাল্টা ই-মেল করে জানান, বিষয়টি বিচারাধীন। তাই তিনি আসতে পারবেন না। তাঁর সেই মেল পেয়ে ১ জুলাই পুলিশের পক্ষ থেকে তাঁকে আবার ডেকে পাঠানো হয়। দ্বিতীয় মেলে তাঁকে দেখা করতে বলা হয় তথ্যপ্রমাণ-সহ। তার জবাবেই এ দিন ই-মেল করেছেন ম্যাথু। যুগ্ম কমিশনার (অপরাধ) বিশাল গর্গ বলেন, ‘‘ম্যাথু এই ধরনের একটি মেল কলকাতা পুলিশকে পাঠিয়েছেন বলে শুনেছি। তবে তার বিষয়বস্তু কী, সেটা এখনও খতিয়ে দেখা হয়নি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy