Advertisement
০২ নভেম্বর ২০২৪
Molestation

শ্লীলতাহানির অভিযোগে বনগাঁ থেকে গ্রেফতার তৃণমূল নেতা-সহ তিন, মুক্তির দাবিতে অবরোধ

শুক্রবার রাতে বনগাঁ থানার চাঁদা পানচিতা এলাকায় একটি পরিবার তাদের কালী প্রতিমা নিরঞ্জন করতে গিয়েছিল। সেই সময় গন্ডগোলের সূত্রপাত।

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ২০:৪১
Share: Save:

বনগাঁয় এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয় তিন যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম লাল্টু বালা, সুজয় বালা ও মনোজ বালা। লাল্টু স্থানীয় তৃণমূল নেতা হিসাবে পরিচিত। ধৃত তিন জনের মুক্তির দাবিতে শনিবার দুপুরে বনগাঁ-বাগদা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়দের একাংশ। তাঁদের দাবি, অভিযোগ যাচাই না করেই গ্রেফতার করা হয়েছে তিন জনকে। গ্রেফতারির নেপথ্যে রাজনৈতিক প্ররোচনাও দেখছেন বিক্ষোভকারীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বনগাঁ থানার চাঁদা পানচিতা এলাকায় একটি পরিবার তাদের কালী প্রতিমা নিরঞ্জন করতে গিয়েছিল। সেই সময় গন্ডগোলের সূত্রপাত। তার মাঝে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে কয়েক জন যুবকের বিরুদ্ধে। মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ এসে তিন যুবককে চাঁদা পানচিতা এলাকা থেকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে লাল্টু বনগাঁ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি।

তিন যুবকের গ্রেফতারির প্রতিবাদে শানিবার দুপুরে চাঁদা পানচিতা এলাকায় পথ অবরোধ করেন ধৃতদের পরিবারের সদস্য এবং স্থানীয়দের একাংশ। অবরোধকারীদের অভিযোগ, পুলিশ সত্যতা যাচাই না করেই ওই তিন যুবককে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শী প্রিয়াঙ্কা বালা বলেন, ‘‘নিরঞ্জনের সময় কয়েক জন মহিলার মধ্যে গন্ডগোল বেঁধেছিল। আমার দাদা এবং আরও দু’জন তাঁদের থামাতে গিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে, এক মহিলার শ্লীলতাহানি করেছেন তাঁরা।’’

ধৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়দের একাংশ। কিছু ক্ষণ অবরোধের পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাদের সঙ্গে বচসা হয় অবরোধকারীদের। এর পর রাস্তা থেকে তাঁদের হটিয়ে দেয় পুলিশ। যদিও অবরোধকারীরা নিজেদের দাবিতে অনড়। তাঁরা এই গ্রেফতারির নেপথ্যে রাজনৈতিক প্ররোচনা দেখছেন।

অন্য বিষয়গুলি:

Molestation arrest TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE