— প্রতিনিধিত্বমূলক ছবি।
মাদক পাচারকারীদের সঙ্গে যোগ থাকার অভিযোগে তেলঙ্গানায় বরখাস্ত হলেন চার পুলিশকর্মী। তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় ঘটনাটি ঘটেছে। সব দিক খতিয়ে দেখতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। অভিযোগ প্রমাণিত হলে ওই চার কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে পুলিশ।
তেলঙ্গানা পুলিশের আইজিপি ভি সত্যনারায়ণ ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, মাদক পাচারকারীদের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে তেলঙ্গানা পুলিশের পাকানচেরু থানার দুই সাব-ইন্সেপক্টর, এক জন হেড কনস্টেবল-সহ আরও এক কনস্টেবলকে সাসপেন্ড (নিলম্বিত) করা হয়েছে। সম্প্রতি মাদকবিরোধী দল ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছিলেন দুই মাদক পাচারকারী। ধৃতদের জিজ্ঞাসাবাদের সময়েই ওই চার পুলিশকর্মীর নাম উঠে এসেছে বলে সূত্রের খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মে মাসে তেলঙ্গানার সনৎপুরে চেকপোস্টে কর্তব্যরত ছিলেন ওই চার পুলিশকর্মী। তখনই ১২০ কেজি গাঁজা সমেত একটি গাড়ি ধরা পড়ে। কিন্তু গাড়িতে থাকা মাদক বাজেয়াপ্ত করে চালককে ছেড়ে দেন তাঁরা। অগস্টে আর একটি পৃথক ঘটনায় নিজামবাদের কাছে মাদক পাচারকারীদের আর একটি গাড়িকে আটকান তাঁরা। তার পর গাড়ির সওয়ারিদের নারায়ণখেদের নির্জন এলাকায় নিয়ে গিয়ে তাদের কাছে থাকা ৪০০ প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত করে নেওয়া হয় বলে অভিযোগ। এর পর পাচারকারীদের ছেড়ে দেন ওই পুলিশকর্মীরা। অভিযোগ প্রকাশ্যে আসতেই ওই চার কর্মীকে সাসপেন্ড করেছে তেলঙ্গানা পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, রাজ্যে মাদকের চোরাচালান বন্ধ করতে কঠোর পরিশ্রম করছে পুলিশ। সেখানে পুলিশেরই কিছু কর্মীর এই ধরনের কাজ গোটা বিভাগকে কলঙ্কিত করেছে। শীঘ্রই ওই চার কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, সব দিক খতিয়ে দেখতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। অভিযোগ প্রমাণিত হলে ওই চার কর্মীর বিরুদ্ধে নারকোটিক্স ড্রাগ্স অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস (এনডিপিএস) আইনের অধীনে মামলা করা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy