পৃথ্বী শ। —ফাইল চিত্র।
বিশৃঙ্খলা, ফর্মে না থাকা এবং ফিটনেস তলানিতে পৌঁছনোয় মুম্বইয়ের রঞ্জি দল থেকে বাদ পড়েছেন পৃথ্বী শ। তাঁর মানসিকতাতেও অসন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। দল থেকে বাদ পড়ে পৃথ্বী অবশ্য বসে নেই। অজিঙ্ক রাহানের দলে জায়গা ফিরে পাওয়ার লড়াই শুরু করেছেন মুম্বইয়ের ব্যাটার।
মুম্বই টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল, পৃথ্বীর শরীরের ৩৫ শতাংশের বেশি মেদ। সেই মেদ ঝরানোর চেষ্টা শুরু করেছেন পৃথ্বী। মাঠে নয়, তিনি পরিশ্রম করছেন জিমে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুম্বইয়ের ওপেনার। জিমে নানা ধরনের ট্রেনিংয়ের ভিডিয়ো পোস্ট করেছেন পৃথ্বী। শুধু ওজন কমিয়ে ফিটনেস বৃদ্ধিই নয়, ব্যাটিংয়ের ফর্ম ফিরে পাওয়ার চেষ্টাতেও ত্রুটি রাখতে চাইছেন না পৃথ্বী। নেটে ব্যাটিং অনুশীলনের ভিডিয়োও পোস্ট করেছেন তিনি।
বেশ কিছু দিন ধরে চেনা ফর্মে নেই পৃথ্বী। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে দু’টি ইনিংসে তিনি করেছিলেন ৭ এবং ১২ রান। পরে মহারাষ্ট্রের বিরুদ্ধে ঘরের মাঠে পৃথ্বী প্রথম ইনিংসে করেন ১ রান। দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে অপরাজিত থাকেন। তার পরই ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচের দল থেকে বাদ পড়েন।
ঘরোয়া মরসুম শুরুর আগে নিজেকে ক্রিকেটের মধ্যে রাখতে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন পৃথ্বী। নর্দাম্পটনশায়ারের হয়ে প্রথম কয়েকটি ম্যাচে রান পেলেও পরে ফর্ম হারান। শেষ দিকের কয়েকটি ম্যাচে নর্দাম্পটনশায়ারের ১৪ জনের দলেও জায়গা হয়নি তাঁর। সেই থেকেই রান নেই পৃথ্বীর ব্যাটে। সঙ্গে যোগ হয়েছে খারাপ ফিটনেস এবং বিশৃঙ্খলার অভিযোগ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy