Advertisement
০২ নভেম্বর ২০২৪

থিমের ভাবনা এ বার ইদেও

বারুইপুর নজরুল সরণি ইদ মিলনোৎসব কমিটি এ বছর থিম হিসাবে বেছে নিয়েছে জেরুজালেমের ‘আল আকসা’ মসজিদ।

তৈরি হচ্ছে মসজিদের প্রতিকৃতি। নিজস্ব চিত্র

তৈরি হচ্ছে মসজিদের প্রতিকৃতি। নিজস্ব চিত্র

মেহবুব কাদের চৌধুরী
শেষ আপডেট: ১৪ জুন ২০১৮ ০২:৪৯
Share: Save:

দুর্গাপুজোর পাশাপাশি থিম আগেই জায়গা নিয়েছে কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, গণেশ পুজোয়। এ বার সেই থিম ঢুকে পড়ল ইদেও।

বারুইপুর নজরুল সরণি ইদ মিলনোৎসব কমিটি এ বছর থিম হিসাবে বেছে নিয়েছে জেরুজালেমের ‘আল আকসা’ মসজিদ। মক্কা, মদিনার পরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ ‘আল আকসা’কে শিল্পের আঙ্গিকে মর্যাদা দিতে এক মাস আগে থেকেই ৪২ জন কর্মচারী নিয়ে কাজ করছেন শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়। তাঁকে সহায়তা করছেন সরকারি আর্ট কলেজের প্রাক্তন ছাত্র, শিল্পী সুশান্ত পাল। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মহম্মদ সাদিক আলমের কথায়, ‘‘ইসলাম অন্য ধর্মের প্রতি সহিষ্ণু হতে শেখায়। এখানেও ইদের দিনে সর্বধর্মের মানুষকে খাওয়ানোর ব্যবস্থা থাকবে।’’

গত বছর থেকেই ইদের থিম চালু করে অভূতপূর্ব সাড়া ফেলেছিল বারুইপুরের ওই কমিটি। গত বছর তাদের থিম ছিল ‘মক্কা-মদিনা হজ প্রদর্শনী’। সংস্থার সাধারণ সম্পাদক সাদিকের কথায়, ‘‘মক্কা, মদিনায় যাওয়ার সাধ থাকলেও বেশির ভাগই যেতে পারেন না। তাই মক্কা, মদিনা ও হজ পর্বের পুরোটাই গত বছরে থিমে দেখানো হয়েছিল।’’ থিম নির্মাণে খরচ ধার্য হয়েছে প্রায় ১৬ লক্ষ টাকা। আজ, বৃহস্পতিবার ইদের এই থিমের উদ্বোধন করবেন ক্বারী ফজলুর রহমান। প্রধান অতিথি হিসাবে থাকবেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়।

পুজোর পাশাপাশি, ইদেও থিমের রমরমা প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ডালিয়া চক্রবর্তী বলেন, ‘‘এখন ধর্মীয় আচার আচরণে জৌলুস আনতে চাইছে মানুষ। সব কিছুতেই প্রদর্শনী ও উপস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে ধর্মীয় উৎসবেও থিমের প্রবণতা বাড়ছে।’’

অন্য বিষয়গুলি:

Eid Festival Theme Mosque
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE