Advertisement
E-Paper

ভাইফোঁটায় বাজার আগুন! মাছ-মাংসের সঙ্গে পাল্লা দিচ্ছে বেগুন, টম্যাটো, মহার্ঘ হয়েছে আলুও

টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে, আলুর দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। নজরদারি চালাতে রবিবার উল্টোডাঙার বাজারে অভিযান চালানো হবে।

ভ্রাতৃদ্বিতীয়ার আগের দিন বাজারে অগ্নিমূল্য টম্যাটো, বেগুন, লঙ্কা।

ভ্রাতৃদ্বিতীয়ার আগের দিন বাজারে অগ্নিমূল্য টম্যাটো, বেগুন, লঙ্কা। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ২০:২৮
Share
Save

ইলিশ, চিংড়ি এমনিতেই অগ্নিমূল্য। ভ্রাতৃদ্বিতীয়ায় মাছ-মাংসের সঙ্গে ভাইদের পাতে যে তরি-তরকারি সাজিয়ে দেবেন বোনেরা, তার জো নেই। মাছ-মাংসের পাশাপাশি কলকাতার বাজারে সব্জির দামও বেশি। বেগুন, ফুলকপি, লঙ্কা এবং টম্যাটোর দাম অনেকটাই বেশি। এমনকি, যে আলু ছাড়া ভাজা হোক বা বিরিয়ানি, মাংস বাঙালির মুখে রোচে না, তার দামও চড়া। টাস্ক ফোর্সের সদস্যেরা বেগুন, টম্যাটো, কাঁচালঙ্কার দাম বেশি থাকার কথা মেনে নিলেও দাবি করেছেন, বাকি সব্জির দাম নিয়ন্ত্রণে রয়েছে। আলুর দাম বৃদ্ধি নিয়ে নজরদারি চালানোর কথা জানিয়েছেন তাঁরা। রবিবার, ভ্রাতৃদ্বিতীয়ার দিন উল্টোডাঙার বাজারে চলবে নজরদারি।

শনিবার, প্রতিপদেও অনেক পরিবারে ভাইফোঁটা পালন করা হয়েছে। বাজারে জিনিসপত্রের দাম ছিল চড়া। মানিকতলা এবং গড়িয়াহাট বাজারে এক কেজি পটলের দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা। কেজি প্রতি উচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, সিম ২০০ থেকে ২৫০ টাকা, আদা ১০০ থেকে ১২০ টাকা, ডাঁটা ২৫০ থেকে ৩০০ টাকা, বিট ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে।

বর্ষার পর থেকে কাঁচালঙ্কার দাম বেশ চড়া কলকাতার বাজারে। এখন বাজারে এক কেজি লঙ্কা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। বিশেষ দিনে বাঙালির পাতে ডালের সঙ্গে লম্বা বেগুনভাজা না-পড়লেই নয়। সেই বেগুনের দামও আগুন। গড়িয়াহাট এবং মানিকতলা বাজারে এক কেজি বেগুনের দাম পড়ছে ৮০ থেকে ১০০ টাকা। রান্নায় টম্যাটো দিতে গেলেও ভাবতে হচ্ছে। এক কেজি টম্যাটো শনিবার বিক্রি হয়েছে ১৫০ থেকে ১৮০ টাকায়।

শীতের সব্জির দামও অনেকটাই বেশি। শনিবার গড়িয়াহাট এবং মানিকতলা বাজারে এক কেজি মটরশুঁটির দাম ৩০০ টাকা। এক কেজি বাঁধাকপির দাম ৬০ থেকে ৭০ টাকা। একটি ফুলকপির দাম ৫০ থেকে ৬০ টাকা। রসুনের দাম পাল্লা দিয়েছে তার সঙ্গেই। এক কেজি রসুনের দাম ৩৮০ থেকে ৪০০ টাকা। এক কেজি পেঁয়াজের দাম ৬০ থেকে ৭০ টাকা। আলু ছাড়া বাঙালির এক দিনও চলে না। সেই আলুর দামও চড়চড়িয়ে বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ। এক কেজি জ্যোতি আলুর দাম শনিবার গড়িয়াহাট এবং মানিকতলা বাজারে ৩৫ টাকা। এক কেজি চন্দ্রমুখী আলুর দাম ৪০ টাকা। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে নবান্নে আলুর দামবৃদ্ধি নিয়ে বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন আলু ব্যবসায়ীরা। তাঁরা জানিয়েছেন, হিমঘর থেকে এক কেজি আলু বার করতে প্রায় ২৮ টাকা পড়ে যাচ্ছে। যদিও ভাবা হয়েছিল, এক কেজি আলু হিমঘর থেকে বার করতে ২৬ টাকা পড়বে। সে কারণে, কলকাতার বাজারে এক কেজি আলুর দাম ৩০ থেকে ৩২ টাকা। রবীন্দ্রনাথ জানিয়েছেন, আলুর দাম কমানোর চেষ্টা চলছে। নজরদারি চালাতে রবিবার উল্টোডাঙার বাজারে অভিযান চালাবে টাস্ক ফোর্স। যদিও তিনি জানিয়েছেন, বেগুন, লঙ্কা, টম্যাটো ছাড়া সব সব্জির দাম নিয়ন্ত্রণেই রয়েছে।

শনিবার গড়িয়াহাট এবং মানিকতলা বাজারে এক কেজি রুই মাছের দাম ২৫০ থেকে ৩৫০ টাকা, এক কেজি কাতলা মাছের দাম ৩৫০ থেকে ৪৫০ টাকা। ভাইদের পাতে ইলিশ তুলে দিতে চাইলে পকেটে টান পড়তে বাধ্য। গড়িয়াহাট এবং মানিকতলা বাজারে এক কেজি মাঝারি ওজনের ইলিশের দাম ১,৬০০ থেকে ১,৮০০ টাকা। পিছিয়ে নেই চিংড়িও। এক কেজি গলদা চিংড়ির দাম ৭০০ থেকে ৮০০ টাকা, এক কেজি বাগদা চিংড়ির দাম ৯০০ থেকে ১০০০ টাকা। এক কেজি পাবদার দাম ৪০০ থেকে ৫০০ টাকা। অন্য দিকে, এক কেজি মুরগির মাংসের দাম ২৫০ থেকে ৩০০ টাকা।

Price Hike market Bhaifota

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।