নিহত পিন্টু সর্দার
জমি নিয়ে বিবাদের জেরে এক যুবককে ছুরি মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় নিহতের বাড়িরই ভাড়াটে দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার নাটাগাছিতে। নিহতের নাম পিন্টু সর্দার (২৭)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস সাতেক আগে পিন্টুর বাড়িতে ভাড়াটে হিসেবে এসেছিলেন নুরজামাল লস্কর ও তাঁর স্ত্রী রূপা। পিন্টুর বাড়ির পাশে জমিও কিনেছিলেন নুরজমাল। কয়েক দিন আগে ওই জমির দখল নিয়ে স্থানীয় কয়েক জনের সঙ্গে নুরজামালের বচসা হয়। সেই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের পক্ষ নিয়েছিলেন পিন্টু। তদন্তকারীরা জানান, মনিরুল শেখ নামে হাও়ড়ার পাঁচলা থানার বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব ছিল রূপার। মনিরুল নিয়মিত রূপাদের বাড়িতে যাওয়া-আসা করতেন। পিন্টুর সঙ্গে বিবাদের বিষয়টি মনিরুলকে জানিয়েছিলেন রূপা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিন্টু ফুচকা বিক্রি করতেন। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ তিনি যখন ফুচকা বিক্রি করছেন, তখনই মনিরুল আচমকা সেখানে হাজির হয়। জমি নিয়ে বিবাদের প্রসঙ্গ তুলে পিন্টুর সঙ্গে বচসায় জড়ায় সে। তার পরে হঠাৎ পিন্টুর পেটে ছুরি চালিয়ে দেয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতে পিন্টুকে ই এম বাইপাস সংলগ্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরে মনিরুলকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাঁকে বেধড়ক মারধর করা হয়। পুলিশ গিয়ে মনিরুলকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করে। রাতে রূপার বাড়িতে চড়াও হয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে ও নুরজামালকে মারধর করেন। ওই রাতেই তাঁদের গ্রেফতার করে পুলিশ। নুরজামাল ও রূপা আদতে দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসতের বাসিন্দা। তদন্তকারীদের কথায়, রূপার ইন্ধনেই মনিরুল পিন্টুকে ছুরি চালিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy