প্রদর্শনীতে ছাত্র-ছাত্রীরা। বিধান শিশু উদ্যানে। নিজস্ব চিত্র
পাড়ায় বা শহরে পা়ড়ি দিতে ‘শর্টকাট’ রাস্তা অনেকেই নেয়। তবে তেমন ‘শর্টকাট’ যে রয়েছে মহাকাশেও, তা খুঁজে বার করেছে এই শহরের কয়েক জন স্কুলপড়ুয়া!
কেউ ছোট্ট মোটর, ব্যাটারি দিয়ে তৈরি করে ফেলেছে ‘জিএসএলভি’ রকেটের মডেল! বোতাম টিপলেই আলো জ্বলছে, উঠছে-নামছে রকেট। কেউ আবার পিএসএলভি রকেটের মডেল তৈরি করে অনর্গল বিবরণ দিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার এমনই নানা ঘটনা উঠে এল শহরে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং বিধান শিশু উদ্যানের যৌথ ভাবে আয়োজিত প্রদর্শনীতেই এমন নানা ঘটনা তুলে ধরল কচিকাঁচারা।
টেকনো ইন্ডিয়া স্কুলের দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা তৈরি করেছে ওই ‘শর্টকাট’ পথ। মহাকাশ বিজ্ঞানে ‘ওয়ার্মহোল’ বলে একটি ধারণা রয়েছে। আইনস্টাইনের ‘জেনারেল রিলেটিভিটি’ তত্ত্বের স্থান ও কাল (টাইম অ্যান্ড স্পেস)-এর এই ধারণা তৈরি হয়েছে এবং ব্রহ্মাণ্ডে এটাই দূর রাস্তা পা়ড়ি দেওয়ার ‘শর্টকাট’ হতে পারে। সেই পথ
পা়ড়ি দেওয়ার জন্য একটি মহাকাশযানের মডেলও তৈরি করেছে তারা। হেয়ার স্কুলে পড়ুয়ারা তৈরি করেছে জিএসএলভি-র মডেল। দমদমের নলতা মহাজাতি গার্লস স্কুলের পড়ুয়ারা পিএসএলভি-র মডেল তৈরি করে শোনাচ্ছিল তার ইতিহাস ও সাফল্য। ইসরো সূত্রের খবর, নতুন প্রজন্মের মধ্যে মহাকাশ গবেষণা নিয়ে উৎসাহ তৈরি করতেই এই ধরনের প্রদর্শনী। ভবিষ্যতে এটা আরও বাড়ানো হবে এবং ব়ড় স্তরে নিয়ে যাওয়া হবে। বিধান শিশু উদ্যানে এ দিনই প্রদর্শনী শুরু হয়েছে।
চলবে শনিবার পর্যন্ত। এ দিন হাজির হয়েছিল বহু স্কুলের পড়ুয়া-সহ অনেকেই। স্কুল পড়ুয়াদের পাশাপাশি যোগ দিয়েছেন কলেজপড়ুয়ারাও। মঙ্গলযান, চন্দ্রযানের মতো অভিযান এবং কৃত্রিম উপগ্রহের খুঁটিনাটি বুঝিয়েছেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy