রসেবশে: তখনও সুপ্রিম কোর্ট থেকে নারদ মামলার খবর আসেনি। পুর ভবনে কাউন্সিলরদের সঙ্গে বাজেট-ভোজে মেয়র শোভন চট্টোপাধ্যায়।
তখন তাঁর বক্তৃতা চলছে। হঠাৎই নবান্নের উঁচুতলা থেকে ফোন। বক্তব্য বন্ধ করেই ফোন ধরলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ফোনে জানালেন, দ্রুত কাজ শেষ করেই সেখানে যাচ্ছেন। তখন অধিবেশন কক্ষের বাইরে বাম কাউন্সিলরদের স্লোগান চলছে, ‘‘নারদ-কাণ্ডে অভিযুক্ত মেয়রকে সরতে হবে।’’
মঙ্গলবার পুর বাজেটের শেষ দিনে প্রথমার্ধে অধিবেশন কক্ষ প্রায় স্বাভাবিক ছিল। ক্যামেরা ঢুকতে দেওয়া হয়নি এ দিনও। তবে বিরোধীরা তা নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি। আর মেয়র শোভনবাবুও অনেকটা খোস মেজাজে ছিলেন। পুরসভা আয়োজিত মধ্যাহ্নভোজে দলের মহিলা কাউন্সিলরদের সঙ্গে হাসি-মজা করতে করতেই খাওয়াদাওয়া করেন। অনন্যা বন্দ্যোপাধ্যায়, ইলোরা সাহারা তাঁর সঙ্গে সেলফিও তোলেন।
আরও পড়ুন: নারদ প্রসঙ্গ উঠতেই মাইক বন্ধ করে দিলেন মালা রায়, পুরসভায় ধুন্ধুমার
এ দিনই পাশ হয়ে যায় আগামী আর্থিক বছরের জন্য ১৫৯ কোটি টাকা ঘাটতির পুর বাজেট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy