Advertisement
০৩ নভেম্বর ২০২৪

আবারও বেপরোয়া গতির বলি ২

মোটরবাইকে ছিলেন মোট তিন জন আরোহী। কারওর হেলমেট ছিল না। তার উপরে লাল সিগন্যাল থাকা সত্ত্বেও বেপরোয়াভাবে রাস্তা পেরোতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল চালক ও এক আরোহীর। মৃতদের নাম রীতেশ শর্মা (২৪) ও বিকাশ ঠাকুর (২০)।

বিকাশ ঠাকুর এবং রীতেশ শর্মা । রবিবার। — নিজস্ব চিত্র

বিকাশ ঠাকুর এবং রীতেশ শর্মা । রবিবার। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৬ ০১:৩৮
Share: Save:

মোটরবাইকে ছিলেন মোট তিন জন আরোহী। কারওর হেলমেট ছিল না। তার উপরে লাল সিগন্যাল থাকা সত্ত্বেও বেপরোয়াভাবে রাস্তা পেরোতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল চালক ও এক আরোহীর। মৃতদের নাম রীতেশ শর্মা (২৪) ও বিকাশ ঠাকুর (২০)। তাঁরা গিরিশ পার্কের বাসিন্দা। অন্য আরোহী আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। লরিচালক শুদ্ধি ভক্ত গ্রেফতার হয়েছে। আটক হয়েছে লরিটিও।

পুলিশ জানায়, শনিবার রাতে দুই বন্ধুর সঙ্গে মোটরবাইকে হাতিবাগানের দিকে যাচ্ছিলেন রীতেশ। চিত্তরঞ্জন অ্যাভিনিউ পেরোনোর সময়ে শ্যামবাজারের দিক থেকে আসা ইট বোঝাই লরি বাইকটিকে ধাক্কা মারে। লরিতে পিষ্ট হন রীতেশ ও বিকাশ। ট্রাফিককর্মীরা আহত অন্য আরোহী দীপক সাউকে হাসপাতালে নিয়ে যান। রীতেশের দাদা বাবলু শর্মা বলেন, ‘‘রাত সাড়ে এগারোটায় রাতের খাবার আনতে যাবে বলে বাইক নিয়ে বেরিয়েছিল।’’

অন্য দিকে, রবিবার মল্লিকবাজার ক্রসিংয়ে দু’টি বাসের রেষারেষিতে মৃত্যু হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির। পুলিশ জানায়, শিয়ালদহগামী দু’টি বেসরকারি বাস রেষারেষি করার সময়ে মল্লিকবাজারে ইনস্টিউট অব নিউরো সায়েন্সেস-এর সামনে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। দু’টি বাসই আটক হয়েছে। একটি বাসের চালক ধরা পড়লেও অন্য বাসের চালক পলাতক।

অন্য বিষয়গুলি:

Driving
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE