মাটি খুঁড়ে কেঁচো বার করতে গিয়ে বেরিয়ে পড়ল আস্ত কেউটে। সোমবার রাতে চরস পাচারের অভিযোগে উত্তর বন্দর থানার চাঁদপাল ঘাট থেকে এক ব্যক্তিকে গ্রেফতারের পরে এ কথাই মুখে মুখে ফিরছে পুলিশ মহলে।
ধৃতের নাম জয়প্রকাশ মাহাতো। বাড়ি হাওড়ার নিশ্চিন্দায়। পুলিশ সূত্রে খবর, চরস পাচারকারী হিসাবে পরিচিত ছিল সে। কিন্তু গ্রেফতারের পরে জেরায় জানা যায়, সে কন্টেনার কেটে চুরির কাজেও জড়িত। তদন্তকারী এক অফিসার জানান, ‘‘জয়প্রকাশ দাগি দুষ্কৃতী। ভিন্ দেশে মাদক সরবরাহ করত। আন্তজার্তিক মাদক পাচার চক্রের পাণ্ডা।’’ জেরায় জয়প্রকাশ জানায়, কন্টেনার কেটে মাল উধাও করার জন্য বন্দর, ডানকুনি, হাওড়া বা খড়্গপুরের মতো জায়গাকে বেছে নিত সে। এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘ধৃতকে প্রাথমিক ভাবে জেরা করে বন্দরের কন্টেনার কাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।’’
সম্প্রতি বন্দর এলাকায় দস্তা ভর্তি কন্টেনারের সিল খুলে তাজ্জব হয়ে যায় পুলিশ। দেখা যায়, দস্তার বাটের পরিবর্তে কন্টেনারে রয়েছে বালি। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বন্ধ কন্টেনার কেটে আসল সামগ্রী উধাও হয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। গত কয়েক মাস এই ধরনের অপরাধ বন্ধ থাকার পর ফের বন্দর এলাকায় কন্টেনারের সিল কেটে আসল মাল বের করে নকল সামগ্রী ঢুকিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, জয়প্রকাশের থেকে ১ কেজি ১৫৫ গ্রাম চরস মেলে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে ২০ জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy