উদ্ধার হওয়া চোরাই মোবাইল। বুধবার। নিজস্ব চিত্র
সিসি ক্যামেরার সূত্র ধরে হাজারটিরও বেশি মোবাইল চুরির কিনারা করল উল্টোডাঙা থানার পুলিশ। দু’জনকে গ্রেফতার করেই সব ক’টি মোবাইল মিলেছে। পুলিশের অনুমান, ধৃতদের পিছনে বড় চক্রও সক্রিয়। সূত্রের খবর, ধৃতদের নাম সঞ্জীব পাল ও প্রেমশঙ্কর ভগত। সঞ্জীবের বাড়ি বেলগাছিয়া রোডে ও প্রেমশঙ্করের বাড়ি কালিন্দী।
পুলিশ জানায়, ৭ মার্চ মিল্ক কলোনির বাসিন্দা তপন দাসের বাড়ি থেকে একটি ট্যাব চুরি হয়। পুলিশ জানায়, ওই দিন দুপুরে খাওয়াদাওয়া করছিলেন তপনবাবু। জানলার সামনেই টিভির উপর ট্যাবটি রাখা ছিল। পরে ঘরে ঢুকে তপনবাবু দেখেন, তাঁর ট্যাব উধাও! জানলা খোলা থাকায় হাত ঢুকিয়ে ওই ট্যাবটি কেউ চুরি করে নিয়েছে বলে পুলিশকে লিখিত অভিযোগে জানান তপনবাবু।
২০ মার্চ ফের উল্টোডাঙা থানা এলাকার কুণ্ডু লেনে একটি বাড়ি থেকে মোবাইল চুরির অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে বাড়ির সিসি ক্যামেরায় চোরের ছবি ধরা পড়ে। পুলিশ জানায়, কয়েক মাস ধরে উল্টোডাঙা থানায় একাধিক চুরির অভিযোগ হয়েছে। গত সোমবার মিল্ক কলোনির একটি বাড়িতে অজ্ঞাতপরিচয় এক যুবক ঢুকলে প্রতিবেশীরা তাকে আটক করেন। অনুমতি ছাড়াই ওই যুবককে বাড়ির মধ্যে ঢুকতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাকে দীর্ঘক্ষণ আটকে রেখে ছেড়ে দেওয়া হয়।
তদন্তকারীরা জানান, সিসি ক্যামেরায় ধরা পড়া চোরের সঙ্গে আটক করে রাখা যুবকের চেহারা মিলে যায়। এর পরে মঙ্গলবার রাতে কলকাতা স্টেশন এলাকা থেকে সঞ্জীব নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে জানা যায়, ল্যাপটপ, ট্যাব ছাড়াও ১০৪৬টি মোবাইল সে লেক টাউনের দক্ষিণদাঁড়িতে এক মোবাইল সারানোর দোকানে বিক্রি করেছে। ওই রাতেই দোকানের মালিক প্রেমশঙ্করকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বুধবার আদালতে তোলা হলে বিচারক তাদের ২৮ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy