Advertisement
৩০ অক্টোবর ২০২৪

ভেড়িতে খুনের ঘটনায় ধৃত ১

লুকিয়ে সরকারি ভেড়িতে জাল ফেলে মাছ ধরত ওরা। এক রাতে হাতেনাতে ধরে ভেড়িকর্মীরা মাছ-চোরদের জাল ছিঁড়ে দিয়েছিল। শত্রুতার শুরু সেই ঘটনাকে ঘিরে। অভিযোগ, এর পরেই মওকা বুঝে রবিবার রাতে নলবন ভেড়িতে গিয়ে সেখানকার এক কর্মীকে পিটিয়ে মারে চোরেরা। সেই ঘটনায় জড়িত সন্দেহে বুধবার দুপুরে এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৫ ০০:৩১
Share: Save:

লুকিয়ে সরকারি ভেড়িতে জাল ফেলে মাছ ধরত ওরা। এক রাতে হাতেনাতে ধরে ভেড়িকর্মীরা মাছ-চোরদের জাল ছিঁড়ে দিয়েছিল। শত্রুতার শুরু সেই ঘটনাকে ঘিরে। অভিযোগ, এর পরেই মওকা বুঝে রবিবার রাতে নলবন ভেড়িতে গিয়ে সেখানকার এক কর্মীকে পিটিয়ে মারে চোরেরা। সেই ঘটনায় জড়িত সন্দেহে বুধবার দুপুরে এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ।

পুলিশ জানায়, ধৃতের নাম মঙ্গল মণ্ডল (১৯)। বাড়ি সুকান্তনগরে। এ দিন সল্টলেকের সংযুক্ত এলাকা ছয়নাবি থেকে মঙ্গলকে গ্রেফতার করে পুলিশ। রবিবার রাতে নলবন ভেড়িতে সেখানকার সরকারি কর্মী গোপাল বরকে পিটিয়ে খুন করার অভিযোগে মঙ্গল গ্রেফতার হয়েছে বলে জানান বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান কঙ্করপ্রসাদ বারুই। এই ঘটনায় আরও কয়েক জন জড়িত আছে বলেই দাবি পুলিশের। তাদের খোঁজ চলছে।

পুলিশের দাবি, জেরায় মঙ্গল অপরাধ স্বীকার করেছে। গোয়েন্দা প্রধান জানান, রবিবার রাতে মঙ্গল ও তার শাগরেদরা মত্ত অবস্থায় গিয়ে ভেড়ি কর্মীদের উপরে আক্রমণ চালায়। বাঁশ আর লাঠি দিয়ে গোপালবাবুদের বেধড়ক পেটায় তারা বলে অভিযোগ। মারের চোটে মৃত্যু হয় গোপালবাবুর। তিন জন মারাত্মক জখম হন।

অন্য বিষয়গুলি:

Nalban murder case police youth
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE