Advertisement
০৬ নভেম্বর ২০২৪

বাবাকে ‘মারধর’ ছেলের

ছেলের বিরুদ্ধে মারধর ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করলেন বৃদ্ধ বাবা। শনিবার টালিগঞ্জ থানায় ওই অভিযোগ দায়ের করা হয়। 

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ০০:৫২
Share: Save:

ছেলের বিরুদ্ধে মারধর ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করলেন বৃদ্ধ বাবা। শনিবার টালিগঞ্জ থানায় ওই অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, টালিগঞ্জ থানা এলাকায় এক চিলতে ঘরে ছেলের সঙ্গে থাকেন বছর পঁয়ষট্টির ওই বৃদ্ধ। বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্ত ওই কর্মীর স্ত্রী আগেই মারা গিয়েছেন। অভিযোগ, তাঁর ৩৫ বছর বয়সি ছেলে বেকার, বেশির ভাগ সময়ে মত্ত অবস্থায় থাকেন। বাবার সঞ্চয়ের টাকাতেই সংসার চলে বাবা-ছেলের।

ওই বৃদ্ধের অভিযোগ, আলমারিতে রাখা দু’হাজার টাকা হাতিয়ে নিয়েছেন ছেলে। এ নিয়ে ছেলেকে জিজ্ঞাসা করতে গেলে তাঁকে ধাক্কা মারা হয় বলে অভিযোগ। ওই বৃদ্ধের কথায়, ‘‘নিজের সন্তান হয়েও ও আমার উপরে দিনের পর দিন অত্যাচার করেছে। পুলিশ ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক, এটাই চাই।’’ মারধরের অভিযোগে মাস ছয়েক আগেও থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ওই বৃদ্ধ।

পুলিশ জানিয়েছে, শনিবারের ঘটনার পর থেকে খোঁজ নেই অভিযুক্ত ছেলের। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে ছেলের ভয়ে বাড়িতে থাকতে ভয় পাচ্ছেন ওই বৃদ্ধ। তাঁর কথায়, ‘‘আতঙ্কে ঘরে থাকতে পারছি না। ছেলের ভয়ে বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটাচ্ছি।’’

অন্য বিষয়গুলি:

Beating Torture Money Police Complaint
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE